৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী কনা
Published: 26th, June 2025 GMT
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি যেমন স্থান করে নিয়েছেন সংগীতপ্রেমীদের হৃদয়ে, তেমনি ব্যক্তিজীবনেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার এক ভিন্ন কারণে শিরোনামে এলেন এই সংগীতশিল্পী।
দীর্ঘ ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি ঘটেছে কনার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে।
সেখানে কনা লেখেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি, যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।”
তিনি জানান, "আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।”
দাম্পত্য জীবনের সমাপ্তি হলেও, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে বলে জানিয়েছেন কনা। তিনি আরও লেখেন, “আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা করছি।”
পোস্টের শেষে কনা তার ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে লেখেন, “এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই—সেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত এসেছি। আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আগামীতেও আমাকে ভালোবাসা ও শ্রদ্ধায় আগলে রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ব্যক্তিজীবনে বেশ নীরব থাকলেও, কনা সবসময় তার গানের মাধ্যমেই ছিলেন সরব। এই কঠিন সময়ে সংগীতেই শান্তি খুঁজে ফিরছেন তিনি।
ঢাকা/রাহাত/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি সমাধানে ভোটগ্রহণ শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে গঠিত কমিটি শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
মতামত প্রদানের জন্য ভেটেরিনারি অনুষদের লেভেল ১ থেকে লেভেল ৫ এবং পশুপালন অনুষদের লেভেল ১ (প্রথম বর্ষ) থেকে লেভেল ৪ (চতুর্থ বর্ষ) শিক্ষার্থীরা নিজেদের ইআরপি প্রোফাইলে লগ ইন করে ভোট দিতে পারবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কম্বাইন্ড ডিগ্রির আন্দোলন নিষ্পত্তি কমিটির সদস্য সচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
আরো পড়ুন:
জাকসু তফসিল ঘোষণা, আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন
প্রার্থীদের ডোপ টেস্টের বিধান রেখে রাকসুর আচরণবিধি প্রকাশ
মতামত গ্রহণের সময়সীমার বিষয়ে তিনি বলেন, “শিক্ষার্থীরা ১৪ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে ভোট দিতে পারবেন। তবে ডিগ্রি সম্পন্নকারী ও ইন্টার্ন শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।”
তিনি আরো বলেন, “কমিটি ইতিমধ্যেই বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে বিস্তারিত আলোচনা সম্পন্ন করেছে এবং প্রাপ্ত মতামতের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। চলমান আন্দোলনের স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় অনুষদের শিক্ষার্থীদের মতামত ইআরপি সিস্টেমের মাধ্যমে গ্রহণ করা হবে।”
ঢাকা/লিখন/মেহেদী