দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে তিনি যেমন স্থান করে নিয়েছেন সংগীতপ্রেমীদের হৃদয়ে, তেমনি ব্যক্তিজীবনেও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার এক ভিন্ন কারণে শিরোনামে এলেন এই সংগীতশিল্পী।

দীর্ঘ ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি ঘটেছে কনার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে।

সেখানে কনা লেখেন, “আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। তেমনি, যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়।”

তিনি জানান, "আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। তবে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।”

দাম্পত্য জীবনের সমাপ্তি হলেও, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে বলে জানিয়েছেন কনা। তিনি আরও লেখেন, “আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনা করছি।”

পোস্টের শেষে কনা তার ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে লেখেন, “এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই—সেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত এসেছি। আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আগামীতেও আমাকে ভালোবাসা ও শ্রদ্ধায় আগলে রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, ব্যক্তিজীবনে বেশ নীরব থাকলেও, কনা সবসময় তার গানের মাধ্যমেই ছিলেন সরব। এই কঠিন সময়ে সংগীতেই শান্তি খুঁজে ফিরছেন তিনি।

ঢাকা/রাহাত/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ বন র

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ