বন্দরে অজ্ঞাত কারনে  ২ সন্তানের জননী প্রবাসী স্ত্রী মরিয়ম ওরফে কেয়া (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের  জন্য সাউথ আফ্রিকা থেকে সদ্য প্রবাস ফেরৎ স্বামী জাহাঙ্গীর আলম (৩৮)কে আটক করেছে।

আত্মহত্যাকারী মরিয়ম ওরফে কেয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার কালাম মিয়ার মেয়ে। আটককৃত সদ্য প্রবাস ফেরৎ স্বামী জাহাঙ্গীর আলম বন্দর উপজেলার গকুলদাসেরবাগ এলাকার সাত্তার মিয়ার ছেলে।

বুধবার (২৬ জুন) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার নবগত ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায়  থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা মাধ্যমে  তাকে ছেড়ে দেওয়া হয়। আত্মহত্যা কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রেয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প রব স

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের হাইফা বন্দরে হুতিদের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকান্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।

গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি।

তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।

সম্পর্কিত নিবন্ধ