জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী রচনা ‘সুলতানা’স ড্রিম’। শত বছরের আগে লেখা ‘সুলতানা’স ড্রিম’ বিশ্বসাহিত্যের ইতিহাসে ধ্রুপদি নারীবাদী কল্পকাহিনির অংশ। এ লেখায় কেবল নারীর ক্ষমতায়নই নয়, আছে পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গও। এবার মূল লেখার বাংলা নাট্যরূপ ‘সুলতানার স্বপ্ন’ মঞ্চায়ন করেছে আইইউবি থিয়েটার। গতকাল বুধবার রাতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এটি ছিল দলের ২৪তম প্রযোজনা। নাটকের বাংলা নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এ কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়। তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে। দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে। গল্পে তিনি ‘লেডিল্যান্ড’ নামের এক কল্পিত সমাজে নারীর সমতার স্বপ্ন তুলে ধরেন।

বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করা কিরণ সরকার বলেন, ‘নাটকটি করতে গিয়ে আমরা কয়েক মাস গভীরভাবে অনুশীলন করেছি। অভিনয়, আলো, সাউন্ড, কস্টিউম—সব ক্ষেত্রেই দল হিসেবে কাজ করেছি। বেগম রোকেয়ার স্বপ্ন আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের জন্য এটি শুধু একটি নাটক নয়, সমতার ভাবনাকে নতুনভাবে দেখার সুযোগ।’

এটি দলের ২৪তম প্রযোজনা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেগম রোকেয়ার ‘সুলতানা’স ড্রিম’ মঞ্চে, আইইউবি থিয়েটারের নতুন প্রযোজনা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী রচনা ‘সুলতানা’স ড্রিম’। শত বছরের আগে লেখা ‘সুলতানা’স ড্রিম’ বিশ্বসাহিত্যের ইতিহাসে ধ্রুপদি নারীবাদী কল্পকাহিনির অংশ। এ লেখায় কেবল নারীর ক্ষমতায়নই নয়, আছে পরিবেশ ও জলবায়ুর প্রসঙ্গও। এবার মূল লেখার বাংলা নাট্যরূপ ‘সুলতানার স্বপ্ন’ মঞ্চায়ন করেছে আইইউবি থিয়েটার। গতকাল বুধবার রাতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। এটি ছিল দলের ২৪তম প্রযোজনা। নাটকের বাংলা নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এ কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়। তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে। দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে। গল্পে তিনি ‘লেডিল্যান্ড’ নামের এক কল্পিত সমাজে নারীর সমতার স্বপ্ন তুলে ধরেন।

বেগম রোকেয়ার চরিত্রে অভিনয় করা কিরণ সরকার বলেন, ‘নাটকটি করতে গিয়ে আমরা কয়েক মাস গভীরভাবে অনুশীলন করেছি। অভিনয়, আলো, সাউন্ড, কস্টিউম—সব ক্ষেত্রেই দল হিসেবে কাজ করেছি। বেগম রোকেয়ার স্বপ্ন আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের জন্য এটি শুধু একটি নাটক নয়, সমতার ভাবনাকে নতুনভাবে দেখার সুযোগ।’

এটি দলের ২৪তম প্রযোজনা

সম্পর্কিত নিবন্ধ