চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
Published: 20th, November 2025 GMT
চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে একটি হ্যারিয়ার গাড়ি নিচে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিচে পড়ে যায়।
আরো পড়ুন:
গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর
আরো পড়ুন: চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কালো রঙের হ্যারিয়ার গাড়ি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আহত হন। এক্সপ্রেসওয়ের নিচে দাঁড়িয়ে থাকা এক সাইকেল আরোহী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের ৮ নভেম্বর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন।
সে সময় ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহী দুই যুবক পতেঙ্গা প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে উঠে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। ফাঁকা এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতির খুঁটিতে ধাক্কা দেন তারা। দুইজন ছিঁটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
টিএইচই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিংয়ে দেশ সেরা ঢাবি
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাংকিং ২০২৬-এ দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। একইসঙ্গে গ্লোবাল র্যাংকিংয়ে ঢাবি ৫২তম অবস্থান নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ র্যাংকিং প্রকাশ করে টিএইচই। র্যাংকিংয়ে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
আরো পড়ুন:
গবেষণায় অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক
নোবিপ্রবির আওয়ামীপন্থি কর্মকর্তা স্থায়ী বহিষ্কার
দেশ সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৩০১–৩৫০), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্বে ৩৫১–৪০০), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বিশ্বে ৪০১–৫০০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৪০১–৫০০), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৫০১–৬০০), খুলনা বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্বে ৬০১–৮০০)।
বিশ্বব্যাপী শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডিউক বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ওয়াখেনিনগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (নেদারল্যান্ডস) ও পার্ডিউ ইউনিভার্সিটি।, ওয়েস্ট লাফায়েত রয়েছে।
দ্বিতীয়বারের মতো প্রকাশিত এই র্যাংকিং শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। এটি চালু করে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন, যা শিমিড সায়েন্স ফেলোস এর সহযোগিতায় পরিচালিত হয়।
এবারের র্যাংকিংয়ে বিশ্বের ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে, যা গত বছরের তুলনায় অংশগ্রহণে প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
র্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ইনপুট (অর্থায়ন ও সুবিধা), প্রক্রিয়া (সফলতা, প্রশাসনিক সহায়তা) ও আউটপুট (গবেষণা প্রকাশনা, মান ও খ্যাতি)-এই তিনটি মূল দিক বিবেচনা করা হয়েছে। এছাড়া এবার ইন্টারডিসিপ্লিনারি পরিধি সম্প্রসারিত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমের বিস্তৃততা প্রতিফলিত করে।
ঢাকা/শফিউল্লাহ/মেহেদী