ট্রয় নগরী যেভাবে প্রতিষ্ঠা হয়েছিলো
Published: 21st, November 2025 GMT
বর্তমান তুরস্কের একপ্রান্তে অবস্থিত ‘হিসারলিক’ কে এক সময়ের ট্রয় নগরী বলে ধারণা করা হয়। ইতিহাসবিদদের মতে, ‘‘ট্রয় হলো ব্রোঞ্জ যুগের একটি প্রসিদ্ধ শহর’’। এটি এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে গড়ে ওঠে এ নগরী। বর্তমান এশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের তৎকালীন যোগাযোগের মাধ্যম ছিল ট্রয়।
গ্রীক দেবতা জিউস এবং সমুদ্র দেবী ইলেকট্রার পুত্র দার্দানেলিস প্রথম এশিয়া মাইনরে বসতি স্থাপন করেন। বলা হয়ে থাকে ট্রয় নগরীর গোড়াপত্তন করেছিলেন দার্দানেলিস। গড়ে তুলেছিলেন দার্দানেলিস রাজ্য। এভাবে তিনি মূলত ট্রোজান রাজবংশের পত্তন করেছিলেন। যা থেকে পরবর্তীতে ট্রয় নগরী প্রতিষ্ঠিত হয়। ট্রয় নগরীর প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন দার্দানেলিসের প্রপৌত্র ইলুস।
আরো পড়ুন:
কম খাওয়ার অনেক উপকারিতা
বেবি’স ডে আউট: বাস্তবে একটি শিশুর চরিত্রে দুই শিশু ছিল
দার্দানেলিসের নাতি ট্রোস উত্তরাধিকার সূত্রে রাজ্য লাভ করেন এবং তার নিজের নামানুসারে সমগ্র অঞ্চলটির নাম রাখেন ‘ট্রয়’ বা ‘ট্রোড’ ।
কথিত আছে, ট্রোসের পুত্র ইলুস ফ্রেজিয়া রাজ্যের একটি কুস্তি প্রতিযোগিতায় জয়লাভ করেন। পুরস্কার হিসেবে তিনি একটি গাভী পান এবং তাকে নির্দেশ দেওয়া হয় যেখানে গাভীটি শুয়ে পড়বে সেখানেই একটি শহর গড়ে তুলতে। সেই নির্দেশ মেনে ইলুস যে শহরটি প্রতিষ্ঠা করেন, তার নাম নিজের নামানুসারে রাখেন ‘ইলিয়ন’ বা ‘ইলিয়স’ ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তৃতীয় দিনের খেলা শুরু
:: সংক্ষিপ্ত স্কোর || তৃতীয় দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১০৮/৫ (৪০.৪ ওভারে)
তৃতীয় দিনের খেলা শুরু
৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। আজ শুক্রবার (২১ নভেম্বর) সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছে সফরকারীরা। টাকার ১১ ও দোহেনি ২ রানে অপরাজিত আছেন।
আরো পড়ুন:
মুশফিকের ইতিহাসের পর লিটনের সেঞ্চুরি, আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
‘সেঞ্চুরিতে’ সেঞ্চুরির ফুল ফুটিয়ে মুমিনুলের পাশে মুশফিকুর
ঢাকা/আমিনুল