শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি বিএনপি নেতা রুহুল কুদ্দুসের
Published: 20th, November 2025 GMT
উলফা নেতা অনুপ চেটিয়া ও পরেশ বড়ুয়াকে ভারত যে আইনের আওতায় ফেরত নিয়েছে, সেই একই আইনে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস এ দাবি জানান।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার। সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান, সদস্য শহিদুল ইসলাম, নাসিম উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে নিয়ে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, তিনি শুধু তাঁর পরিবারের ক্ষতি করেননি; তিনি বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলকে ধ্বংস করেছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আজ উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন। এই রায়কে অভিনন্দন জানাচ্ছি। এই রায়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। শান্তিপূর্ণ সুন্দর পরিবেশে দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে। শেখ হাসিনা গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করেছিল। নির্বাচন কমিশনকে অকার্যকর করেছিল। দিনের ভোট রাতে করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে। এ কারণে গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। উচ্চ আদালতের দেওয়া রায়ের ফলে মানুষ ভোটাধিকার ফিরে পাবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৩
গাজায় ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। গত মাসে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে চারটি ইসরায়েলি বিমান হামলার পর তারা পাঁচ নারী এবং পাঁচ শিশুসহ ১৭ জনের মৃতদেহ পেয়েছেন।
গাজা সিটিতে, চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বিমান হামলায় সাতজন শিশু এবং তিনজন নারীসহ ১৬ জন নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, বুধবার খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য গুলি করার পর তারা এই হামলা শুরু করেছে।
হামাস ইসরায়েলি হামলাকে ‘মর্মান্তিক গণহত্যা’ বলে নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলি সেনাদের উপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
গাজার ফিলিস্তিনিরা কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
দুই বছরের যুদ্ধের সময় প্রধান মধ্যস্থতাকারী কাতার ‘নৃশংস’ ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘একটি বিপজ্জনক বৃদ্ধি যা যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করার হুমকি।’
ঢাকা/শাহেদ