ঠোঁটে সিগারেট, পরনে শার্ট-প্যান্ট, গলায় বাঁধা স্কার্ফ—সবুজ পাহাড়ের কোলে ‘চিকরি চিকরি’ গানের তালে নাচছেন এক তরুণী, ভিডিওটি সপ্তাহখানেক ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, টিকটক থেকে ইউটিউব—সবখানেই সেই নাচ রীতিমতো উন্মাদনা ছড়িয়েছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপালসহ এশিয়াজুড়ে সেই তরুণীর নাচ প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন, তরুণীটি কে? ‘চিকরি চিকরি’ গানটিই বা কোথা থেকে এল?

নেপালি মেয়ে আশমা বিশ্বকর্মা পেশায় একজন মডেল ও নৃত্যশিল্পী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রথম আলোর ক্রোড়পত্র নকশার জন্য মিথিলার প্রথম ফটোশুটের ৬টি ছবি

ছবি: কবির হোসেন

সম্পর্কিত নিবন্ধ