বার্সেলোনার ৩৩ বছর বয়সী জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান মনে করছেন, তিনি প্রতারিত হয়েছেন। গোলরক্ষক নিয়ে কোন পরিকল্পনা কাতালান ক্লাবটির বোর্ড তাকে জানায়নি। বরং নতুন গোলরক্ষক এনে তাকে অপমান করা হয়েছে। বার্সা চাইলেও তিনি তাই চুক্তি থাকাকালীন ক্যাম্প ন্যু ছাড়বেন না।

ওদিকের বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জবাব দিয়ে বলেছেন, তার কাজ কোন খেলোয়াড়ের সঙ্গে পরিকল্পনা শেয়ার করা নয়। তার কাজ কোচের চাওয়া অনুযায়ী, সেরা দল প্রস্তুত করে দেওয়া।

টের স্টেগানের সঙ্গে বার্সার ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে। ওদিকে এস্পানিওল থেকে বার্সা ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে। হানসি ফ্লিক এই তরুণকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দলে রাখতে চান।

ওদিকে বার্সা বোর্ড ভয়চেক সেজনিকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে রাখার কথা ভাবছে। কারণ তার বেতন কম। টের স্টেগানকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। কিন্তু টের স্টেগান অনড়, তিনি ক্লাব ছাড়বেন না। বার্সাকে কোন ছাড়ও দেবেন না। ক্যাম্প ন্যুতে থাকবেন এবং শুরুর একাদশে জায়গার জন্য লড়বেন।

সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, টের স্টেগান বার্সাকে কঠিন শর্তও দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তাকে যদি রাখতে না চায় তবে চুক্তি বাতিল করুক এবং ২০২৮ সাল পর্যন্ত তার প্রাপ্য বেতন বুঝিয়ে দিক। তিনি এও জানিয়েছেন, বার্সা চুক্তি বাতিল করলে বেতনের এক পয়সাও ছাড় দেবেন না।

টের স্টেগানের প্রতি নজর রাখছে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড তার বিষয়ে খোঁজ খবর রাখছে। চেলসি তাকে দলে নিতে চায় বলে খবর। তুর্কি ক্লাব গালাতাসারায়ে স্টেগানকে প্রস্তাব দিয়েছে। অ্যাস্টন ভিলাও ঢুকতে পারে জার্মান গোলরক্ষককে পাওয়ার লড়াইয়ে।

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্টেগানের সঙ্গে সমঝোতার আরও একটি পথ খোলা আছে বার্সার সামনে। সেটা হলো তাকে ফ্রি এজেন্টে দলবদলের সুযোগ করে দেওয়া। ফ্রি এজেন্ট হলে ম্যানইউ, চেলসির মতো ক্লাবে ভালো বেতন ও সাইনিং বোনাস নিয়ে যোগ দিতে পারবেন তিনি।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরি

শারদীয় দুর্গাপূজা—হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে, আলোকসজ্জার ঝলকে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রতিটি পূজামণ্ডপ। এই আনন্দে শোবিজ অঙ্গনের তারকারাও যুক্ত হন। 

গতকাল বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটে। পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছিলেন ভক্তরা। একে অপরের মুখে সিঁদুর মেখে উল্লাসে মাতেন সনাতনীরা। দুর্গোৎসবের আনন্দ ছুঁয়ে গেছে অভিনেত্রী পূজা চেরিকেও। গতকাল সিঁদুর খেলায় অংশ নেন তিনি।  

আরো পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

সংসার ভাঙার কারণে স্বামীকে ১১ মিলিয়ন ডলার দিতে হবে অভিনেত্রীর?

পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পূজা চেরি। এ সময় জানতে চাওয়া হয়, বিজয়া দশমীর দিনে দেবী দুর্গার কাছে কী চাইলেন? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার যে গর্ভধারিণী মা মারা গেছেন সে যেন ভালো থাকেন। যেখানেই থাকেন যেন ভালো থাকেন এটাই চেয়েছি এবং দুর্গা মাকে বলেছি ‘তুমি যেন ভালো থেকো’। কারণ আমরা সবাই চেয়ে বেড়াই কিন্তু মাকে একটু জিজ্ঞেস করি না যে, ‘মা তুমি কেমন আছো?”  

ব্যক্তিগত জীবনে পূজা চেরি এখনো একা। ফলে তার বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেত্রী বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল, তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো’।” এ কথা বলে একটু হাসি মুখে পূজা বলেন, “দেখ যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখি।” 

পূজা চেরি শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে এসে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অল্প সময়ের মধ্যেই অভিনয় গুণে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ