ইসমে আজম বা আল্লাহর মহান নাম হলো এমন একটি নাম বা নামের সংমিশ্রণ, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। এটি আল্লাহর গুণাবলি ও মহিমার প্রকাশ এবং মুমিনের জন্য দোয়া কবুলের একটি বিশেষ মাধ্যম।
নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭,৩৯২)।
ইসমে আজম এই নামগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে।
যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।সুনানে আবু দাউদ, হাদিস: ১,৪৯৫আরও পড়ুনআল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ‘আল্লাহ’০২ জুন ২০২৫ইসমে আজম কীইসমে আজম (আরবি: আল–ইসমুল আ’জাম) অর্থ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। হাদিসে উল্লেখ আছে, এই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। নবীজি (সা.
তবে কোরআন বা হাদিসে ইসমে আজম হিসেবে কোনো নির্দিষ্ট নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আলেমদের মতে, ‘আল্লাহ’, ‘আর-রহমান’, ‘আর-রহিম’, ‘আল-হাইয়ু’ ও ‘আল-কাইয়্যুম’ নামগুলো ইসমে আজম হতে পারে।
ইমাম ইবনে কাসির তাঁর ‘তাফসির ইবনে কাসির’-এ বলেন, ইসমে আজম আল্লাহর সেই নাম, যা তাঁর মহিমা ও গুণাবলির পূর্ণ প্রকাশ বহন করে এবং দোয়ায় এর ব্যবহার বান্দাকে আল্লাহর কাছে নৈকট্য দেয় (ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, পৃষ্ঠা ২/১২৩, দারুস সালাম, ২০০০)।
আরও পড়ুনআল-আজিজ, যিনি ইজ্জত দান করেন২০ জুন ২০২৫আলেমদের মতে, ‘আল্লাহ’, ‘আর-রহমান’, ‘আর-রহিম’, ‘আল-হাইয়ু’ ও ‘আল-কাইয়্যুম’ নামগুলো ইসমে আজম হতে পারে।ইসমে আজমের সঙ্গে সম্পর্কিত দোয়াহাদিসে ইসমে আজমের সঙ্গে দোয়ার কিছু উদাহরণ দেওয়া হয়েছে। একটি প্রচলিত দোয়া হলো:
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল-হাইয়ুল কাইয়্যুম।’
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী। (সুনানে তিরমিজি, হাদিস: ৩,৫৪৪)
আরেকটি দোয়া:
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আর-রহমানুর রহিম।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পরম দয়ালু, অতি দয়াশীল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩,৮৫৭)
আমাদের দেশের প্রচলিত অজিফার বইগুলোতে অনেক বানোয়াট নামকে ইসমে আজম বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আসলে ইসমে আজম নয়। তাই এসব ভুল তথ্যের পেছনে না পড়ে বিজ্ঞ আলেমদের পরামর্শ মেনে আমল করুন।
আরও পড়ুন‘আল-ওয়াহিদ’ আল্লাহর অনন্য নাম২৩ জুন ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: আল ল হ ত
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।