Prothomalo:
2025-08-17@05:13:45 GMT

ইসমে আজমের শক্তি ও রহস্য

Published: 30th, June 2025 GMT

ইসমে আজম বা আল্লাহর মহান নাম হলো এমন একটি নাম বা নামের সংমিশ্রণ, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। এটি আল্লাহর গুণাবলি ও মহিমার প্রকাশ এবং মুমিনের জন্য দোয়া কবুলের একটি বিশেষ মাধ্যম।

নবীজি (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৭,৩৯২)।

ইসমে আজম এই নামগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে।

যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।সুনানে আবু দাউদ, হাদিস: ১,৪৯৫আরও পড়ুনআল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ‘আল্লাহ’০২ জুন ২০২৫ইসমে আজম কী

ইসমে আজম (আরবি: আল–ইসমুল আ’জাম) অর্থ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম। হাদিসে উল্লেখ আছে, এই নাম দিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। নবীজি (সা.

) বলেছেন, ‘যে ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ১,৪৯৫)

তবে কোরআন বা হাদিসে ইসমে আজম হিসেবে কোনো নির্দিষ্ট নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আলেমদের মতে, ‘আল্লাহ’, ‘আর-রহমান’, ‘আর-রহিম’, ‘আল-হাইয়ু’ ও ‘আল-কাইয়্যুম’ নামগুলো ইসমে আজম হতে পারে।

ইমাম ইবনে কাসির তাঁর ‘তাফসির ইবনে কাসির’-এ বলেন, ইসমে আজম আল্লাহর সেই নাম, যা তাঁর মহিমা ও গুণাবলির পূর্ণ প্রকাশ বহন করে এবং দোয়ায় এর ব্যবহার বান্দাকে আল্লাহর কাছে নৈকট্য দেয় (ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, পৃষ্ঠা ২/১২৩, দারুস সালাম, ২০০০)।

আরও পড়ুনআল-আজিজ, যিনি ইজ্জত দান করেন২০ জুন ২০২৫আলেমদের মতে, ‘আল্লাহ’, ‘আর-রহমান’, ‘আর-রহিম’, ‘আল-হাইয়ু’ ও ‘আল-কাইয়্যুম’ নামগুলো ইসমে আজম হতে পারে।ইসমে আজমের সঙ্গে সম্পর্কিত দোয়া

হাদিসে ইসমে আজমের সঙ্গে দোয়ার কিছু উদাহরণ দেওয়া হয়েছে। একটি প্রচলিত দোয়া হলো:

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল-হাইয়ুল কাইয়্যুম।’

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী। (সুনানে তিরমিজি, হাদিস: ৩,৫৪৪)

আরেকটি দোয়া:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আর-রহমানুর রহিম।

অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পরম দয়ালু, অতি দয়াশীল। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩,৮৫৭)

আমাদের দেশের প্রচলিত অজিফার বইগুলোতে অনেক বানোয়াট নামকে ইসমে আজম বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আসলে ইসমে আজম নয়। তাই এসব ভুল তথ্যের পেছনে না পড়ে বিজ্ঞ আলেমদের পরামর্শ মেনে আমল করুন।

আরও পড়ুন‘আল-ওয়াহিদ’ আল্লাহর অনন্য নাম২৩ জুন ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল ল হ ত

এছাড়াও পড়ুন:

যুদ্ধের অবসান জটিল করছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধবিরতিতে রাজি না হওয়া যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, “আমরা দেখছি, রাশিয়া বারবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে এবং এখনো সিদ্ধান্ত নেয়নি কবে হত্যাযজ্ঞ বন্ধ করবে। এটি পরিস্থিতিকে জটিল করছে।”

আগামীকাল সোমবার জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, তিনি জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিতে সম্মত হতে উৎসাহিত করবেন।

আরো পড়ুন:

মেলানিয়ার চিঠি পুতিনের কাছে পৌঁছে দিলেন ট্রাম্প

ট্রাম্প-পুতিন বৈঠকে আসেনি যুদ্ধ বন্ধের ঘোষণা

গত শুক্রবার, আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি এড়িয়ে সরাসরি স্থায়ী শান্তিচুক্তির দিকে যেতে চান।

ওই বৈঠকের পর ট্রাম্প তার অবস্থান পরিবর্তনের বড় ইঙ্গিত দিয়ে ট্রুথ সোশ্যালে বলেন, “এটাই রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায়। কারণ বেশিরভাগ সময় যুদ্ধবিরতি টেকে না।”

পুতিন-ট্রাম্প বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি ‘বাস্তব ও টেকসই শান্তির’ আহ্বান জানান। একইসঙ্গে যোগ করেন, ‘আগুন অবশ্যই বন্ধ করতে হবে’ এবং ‘হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে’।

পরবর্তীতে সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জেলেনস্কি মস্কোর সঙ্গে ‘টেকসই ও নির্ভরযোগ্য শান্তির’ শর্তাবলী তুলে ধরেন। যার মধ্যে রয়েছে ‘বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা’ এবং ক্রেমলিনের হাতে ‘দখলকৃত অঞ্চল থেকে অপহৃত’ শিশুদের ফিরিয়ে আনা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মন্তব্যে স্পষ্ট হয় যুদ্ধ শেষ করার ব্যাপারে তার অবস্থানে পরিবর্তন এসেছে। কারণ শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি দ্রুত যুদ্ধবিরতি চান।

ইউক্রেনের প্রধান দাবি হলো, দীর্ঘমেয়াদী নিষ্পত্তি নিয়ে আলোচনার আগে দ্রুত যুদ্ধবিরতি এবং ট্রাম্প আগেই ইউরোপীয় নেতাদের বলেছিলেন যে, পুতিনের সঙ্গে বৈঠকের লক্ষ্য হলো একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করা।

এদিকে পুতিন ট্রাম্পকে একটি শান্তির প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। যেখানে যেখানে শর্ত হিসেবে বলা হয়েছে, ইউক্রেনকে দোনবাসের দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে হবে, এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে সামনের দিকে অগ্রসর হবে না।

বিবিসি জানিয়েছে, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং তারপর ৮ বছর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায়। মস্কো দনবাসকে রাশিয়ার অংশ দাবি করে এবং বর্তমানে লুহানস্কের বেশিরভাগ ও দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে।

ট্রাম্প আগেও বলেছেন, কোনো শান্তিচুক্তির অংশ হিসেবে ‘কিছু ভূখণ্ড বিনিময়’ থাকতে পারে। জানা গেছে, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নাকি ফোনালাপে জেলেনস্কিকে এই প্রস্তাবটি জানিয়েছেন। 

কয়েকদিন আগেই জেলেনস্কি স্পষ্ট করে বলেছিলেন, দনবাস অঞ্চল (লুহানস্ক ও দোনেৎস্ক) রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া হবে না। কারণ ভবিষ্যতে আরো হামলার জন্য এই অঞ্চল ব্যবহার করা হতে পারে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইউরোপীয় কূটনীতিকরা উদ্বিগ্ন যে,  ট্রাম্প সোমবার জেলেনস্কিকে চাপ দেওয়ার চেষ্টা করতে পারেন যাতে তিনি ও পুতিন বৈঠকে যেসব শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন সেগুলোতে জেলেনস্কি সম্মত হন।

সিবিএস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের বলেছেন, পুতিন ‘কিছু ছাড়; দিতে রাজি, কিন্তু সেগুলো কী তা বিস্তারিত জানাননি। 

শুক্রবার ট্রাম্প-পুতিন বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে কী পরামর্শ দেবেন। উত্তরে ট্রাম্প বলেন, “একটা চুক্তি করুন।” 

ট্রাম্প আরো বলেন, “রাশিয়া খুব বড় শক্তি আর তারা (ইউক্রেন) তা নয়।” 

যদিও পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পুতিন যুদ্ধ শেষ না করলে মস্কোকে ‘খুব কঠিন পরিণতির’ মুখে পড়তে হবে। ট্রাম্প এর আগে গত মাসে মস্কোকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য অথবা সেকেন্ডারি শুল্ক সহ কঠোর নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

তবে শুক্রবারের বৈঠকের পর স্পষ্ট কোনো চুক্তি ঘোষণা না হলেও ট্রাম্প বলেছেন, অগ্রগতি হয়েছে।

শনিবার পুতিন বৈঠককে ‘খুব ফলপ্রসূ’ বলে অভিহিত করেন। পুতিন জানান, তিনি ট্রাম্পের কাছে ‘মস্কোর অবস্থান তুলে ধরতে’ সক্ষম হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমাদের সুযোগ ছিল, যা আমরা করেছি, এই সংকটের কারণ সম্পর্কে, উৎপত্তি সম্পর্কে কথা বলার। এই মূল কারণগুলো নির্মূল করাই সমাধানের ভিত্তি হওয়া উচিত।” 

পরবর্তীতে, রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বিবিসি নিউজআওয়ারকে বলেন, আলাস্কার এই বৈঠক ছিল ‘শান্তির পথে গুরুত্বপূর্ণ ভিত্তি’। তবে তিনি বলেননি, পুতিন এখন জেলেনস্কির সঙ্গে দেখা করবেন কি না।

এদিকে, ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোট ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করেছে (যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি রয়েছে)। তারা জেলেনস্কির সোমবার হোয়াইট হাউস সফরের আগে রবিবার বৈঠক করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনসহ ইউরোপীয় নেতাদের একটি দল বলেছেন, “পরবর্তী ধাপে জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে আরও আলোচনা হতে হবে।”

তারা যোগ করেন, “আমরা রাশিয়ার ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখব। ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউক্রেনের উপর থাকবে। আন্তর্জাতিক সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, “আমরা শান্তির এত কাছাকাছি আগে কখনো আসিনি।” 

তিনি আরো বলেন, “অগ্রগতি হয়েছে, তবে পরবর্তী ধাপে অবশ্যই জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করে আলোচনা করতে হবে। ইউক্রেনের শান্তির পথ তার অংশগ্রহণ ছাড়া নির্ধারিত হতে পারে না।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ