ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নারীকে আটক করেছে বিজিবি। সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে রবিবার (২৯ জুন) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

সোমবার (৩০ জুন) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নারীর নাম ফাল্গুনী রায় (২৮)। তিনি ভারতের নদীয়া জেলার বনগাঁ থানার আরশিংড়ী গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

আরো পড়ুন:

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৫, আহত ১৫

দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা

বিজিবি জানায়, আটক ভারতীয় নারী দুই বছর আগে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর থেকে তিনি যশোরের ঝিকরগাছা থানার গদখালী গ্রামে খালার বাড়িতে বসবাস করছিলেন। 

বিজিবি জানায়, গত ২৫ এপ্রিল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে কুমিল্লাপাড়া বিওপির বিজিবি সদস্যদের হাতে আটক হন ভারতীয় এই নারী। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। ওই ঘটনায় মামলা হলে তিনি ৫০ দিন কারাভোগ করেন। মুক্তি পেয়ে গতকাল রবিবার রাতে তিনি দ্বিতীয় দফায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সীমান্ত পিলার-৬০/১০৫ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতকে মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “আটক ভারতীয় নারীকে আদালতে সোপর্দ করা হবে। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক প রব শ

এছাড়াও পড়ুন:

২৩ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নদীতে নিখোঁজ পর্যটকের

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে গোসলে নেমে নিখোঁজ হন এক পর্যটক। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ ওই পর্যটকের নাম সোহান আল মাফি (২৭)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বর্তমানে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত তিনি। তাঁর পরিবার ঢাকার মিরপুরে থাকে।

লিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে সোহান আল মাফি তলিয়ে যান। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর থেকে তাঁরা উদ্ধারকাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ সোহান আল মাফির সন্ধানে চট্টগ্রাম থেকে আজ সকালে ডুবুরি দল এসেছে। তারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।

সম্পর্কিত নিবন্ধ