বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার পাঁচ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৮ জুন) ও রবিবার (২৯ জুন) নিজেদের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে তারা পদত্যাগের ঘোষণা দেন। তাদের অভিযোগ, সম্পূর্ণ অরাজনৈতিক প্লাটফর্ম মনে করে তারা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বর্তমানে সংগঠনটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো.

ইসমাইল হোসেন, যুগ্ম-সদস্য সচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের সবাই নিজ নিজ ফেসবুক পোস্টে প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। তারা উল্লেখ করেছেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্লাটফর্ম মনে করে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু বর্তমানে সংগঠনটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন। ফলে সংগঠনের অরাজনৈতিক অবস্থান আজ প্রশ্নবিদ্ধ।

আরো পড়ুন:

পদত্যাগপত্র পাঠালেন এনসিপির রাজশাহী জেলার প্রধান সমন্বয়কারী

আস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ করেছেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী

একজন স্বাধীন ও অরাজনৈতিক মানসিকতার ছাত্র হিসেবে এ সংগঠনের সঙ্গে থাকা অসঙ্গতিপূর্ণ। তাই ব্যক্তিগত ও নৈতিক কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লাপাড়ারা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন বলেন, “আমরা ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছি। পদত্যাগের মূল কারণ আমাদের ফেসবুক পোস্টে লেখা আছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।”  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব ইয়াসিন তালুকদার রহিত বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নই। তবে, যদি মনে মনে কেউ কোনো দলকে পছন্দ করে থাকেন, সে ক্ষেত্রে বাধা দেবেন কি করে?”

তিনি বলেন, “পাঁচজন ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তারা কি কারণে পদত্যাগ করলেন সে বিষয়টি পরিষ্কার নয়। হয়তো কেউ তাদের ভুল বুঝিয়ে পদত্যাগ করিয়েছে।”  

সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামান বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পাঁচজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগের কোনো চিঠি আমাদের দেয়নি। ফেসবুকে তারা যে অভিযোগ এনেছেন, তা সত্য নয়। আমাদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্লাটফর্ম। কেউ যদি আমাদের সংগঠন ছেড়ে কোনো রাজনৈতিক দলে যেতে চান, সে ক্ষেত্রে আমাদের বাধা দেওয়ার কোনো কারণ নেই।”

ঢাকা/অদিত্য/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ র জন ত ক জন ত ক ম উল ল প ড় ল ইসল ম স গঠন র য গ কর আম দ র ফ সব ক সদস য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটি জানান, খাগড়াছড়ির গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করবে সংগঠনটি।

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় জুম্ম ছাত্র–জনতা। এ কর্মসূচিকে কেন্দ্র করে গত রোববার গুইমারার রামেসু বাজারে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছিল স্থানীয় একটি পক্ষ। এ সময় গুলিতে তিন পাহাড়ির মৃত্যু হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
  • খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার