খাদে পড়ে থাকা টেম্পো তুলতেই বের হয়ে এল যুবকের লাশ
Published: 24th, July 2025 GMT
সড়কের পাশের খাদে পড়ে ছিল টেম্পো। স্থানীয় বাসিন্দারা দেখার পর বিষয়টি হাইওয়ে পুলিশকে জানান। পুলিশ এসে খাদ থেকে টেম্পো তোলার পর দেখতে পান চাপা পড়ে রয়েছে যুবকের লাশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে ধলই ইউনিয়নের এনায়েতপুরের চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে লাশের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে ওই যুবকের পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর নাম লিটন বড়ুয়া। তিনি রাঙ্গুনিয়ার মতুয়ার টিলা বড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই টেম্পোর চালক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্র জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। পরে নিচে লিটন বড়ুয়ার লাশ দেখতে পায়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। ফটিকছড়ি থেকে নাজিরহাট যাওয়ার পথে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বলে ধারণা করছে পুলিশ।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটির পকেটে পাওয়া আইডি কার্ডের সূত্র ধরেই ওই যুবকের পরিচয় পাওয়া যায়। পরিবারের সদস্যদের অনুরোধে লাশের ময়নাতদন্ত করা হয়নি। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বক র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫