এখনো নিখোঁজ দুই যুবক, বিলের ধারে স্বজনদের আহাজারি
Published: 26th, July 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকার মকস বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।
এদিকে, নিখোঁজ দুইজনের সন্ধানে বিলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্তানদের খোঁজ পেতে পরিবারের সদস্যরা সকাল থেকে বিলের ধারে আহাজারি করছেন। দুপুর ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই দুই যুবকের সন্ধান মেলেনি।
মারা যাওয়া যুবকের নাম রফিকুল (১৮)। তিনি সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে।
আরো পড়ুন:
আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ
চট্টগ্রামে নালায় পড়া নিখোঁজ শিশু উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক
নিখোঁজরা হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো.
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকেলে পাঁচ বন্ধুদের সঙ্গে একটি ছোট নৌকা নিয়ে মকস বিলে ঘুরতে যান তিনি।
প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের বহনকারী নৌকাটি বিলের পানিতে উল্টে যায়। এসময় সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও তাদের অপর তিন বন্ধু নিখোঁজ হন।
আশপাশের লোকজন বিলে খুঁজেও নিখোঁজ কিশোরদের উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকাল ৮টার দিকে রফিকুলের মরদেহ উদ্ধার করেন তারা।
মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, “ভাতিজা তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। আমরা খবর পাই, বিলে সে ডুবে গেছে। আজ সকালে ওর লাশ ডুবুরিরা উদ্ধার করেছে। শোকে ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগলপ্রায়।”
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “মকস বিলে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন। আমরা গতকাল উদ্ধার অভিযান শুরু করেছি। আজ শনিবার সকালে রফিকুল নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। অন্য দুইজনের সন্ধানে কাজ করা হচ্ছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ