বৈরী আবহাওয়ার কারণে পাঁচদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে এই রুটে যাত্রীবাহী বোট চলাচল শুরু হয়। 

এ দিন সকালে সেন্টমার্টিন থেকে দুটি যাত্রীবাহী সার্ভিস বোট টেকনাফের উদ্দেশে এবং টেকনাফ থেকে দুটি সার্ভিস বোট সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম রাইজিংবিডি-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চালকদের কর্মবিরতি, যাত্রীদের দুর্ভোগ

গাইবান্ধায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

ফয়েজুল ইসলাম জানান, প্রায় পাঁচদিন নৌযান চলাচল বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে। সকালে চারটি সার্ভিস বোট টেকনাফ-সেন্টমার্টিন রুটে নিরাপদে যাতায়াত করেছে। কয়েক দিন নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছিল। সেই সংকট অনেকটাই কেটে গেছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে নৌযান চলাচল অব্যাহত থাকবে।  

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বর্তমানে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। 
 

ঢাকা/তারেকুর/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য নজট য নজট স ন টম র ট ন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় দাঁড়ি‌য়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার শিবগঞ্জে সড়কে দাঁড়ি‌য়ে থাকা আলুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত দুজন হলেন- পাথর‌বোঝাই ট্রা‌কের চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং তার সহকারী ইমরান।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, রংপুরগামী আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এনাম/রফিক

সম্পর্কিত নিবন্ধ