এনসিপির নেতারা টাঙ্গাইলে, মাওলানা ভাসানীর কবর জিয়ারত
Published: 29th, July 2025 GMT
টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সন্তোষে তাঁরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা কবর জিয়ারত করেন।
১ জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে পদযাত্রা ও পথসভা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।
গতকাল রাতে ভাসানীর কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।’
আরও পড়ুনএনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ১১ ঘণ্টা আগেপরে ভাসানী দরবার হলে এনসিপির নেতারা কৃষকদের সঙ্গে কথা বলেন। এর আগে তাঁরা ভাসানীর কবরে পৌঁছালে দলের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ স ন র কবর এনস প র
এছাড়াও পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি পাবে: ডা. জাহিদ
দিনাজপুরের নবাবগঞ্জে পথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবিচারের জায়গা একেবারে থাকবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতে সবাই চাকরির সমান সুযোগ পাবে।’’
শনিবার (২২ নভেম্বর) বিকেলে থেকে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরো পড়ুন:
পাবনা-৩: বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হওয়ার ঘোষণা
গাইবান্ধা-৪: ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘শিক্ষিত যুব সমাজকে আমরা নিশ্চয়তা দিতে চাই, মেধাই হবে চাকরির একমাত্র মানদণ্ড। ঘুষ-দুর্নীতি বা তদবিরের জায়গা থাকবে না।’’
তিনি আরো বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। উৎপাদন, বাজার ও সরবরাহব্যবস্থা সংস্কার করে সবার জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা হবে।’’
এ পথসভায় গোলাপগঞ্জ ইউনিয়নসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতারা বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকা/মোসলেম/বকুল