এনসিপির নেতারা টাঙ্গাইলে, মাওলানা ভাসানীর কবর জিয়ারত
Published: 29th, July 2025 GMT
টাঙ্গাইলে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সন্তোষে তাঁরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা কবর জিয়ারত করেন।
১ জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ময়মনসিংহে পদযাত্রা ও পথসভা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে।
গতকাল রাতে ভাসানীর কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।’
আরও পড়ুনএনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন: হাসনাত আবদুল্লাহ১১ ঘণ্টা আগেপরে ভাসানী দরবার হলে এনসিপির নেতারা কৃষকদের সঙ্গে কথা বলেন। এর আগে তাঁরা ভাসানীর কবরে পৌঁছালে দলের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ স ন র কবর এনস প র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন