‘সাইয়ারা’ নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন নায়ক
Published: 21st, November 2025 GMT
অনেক দিন ধরেই বলিউড যাত্রা নিয়ে স্বপ্ন বুনে আসছিলেন আহান পান্ডে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজার। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপান। এ সিনেমায় অনীত পড্ডার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আহান পান্ডে। এ জুটির রসায়নে মুগ্ধতা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা।
‘সাইয়ারা’ সিনেমার জ্বরে যখন বুঁদ হয়েছিলেন জেন-জিরা। তখনই আহান-অনীত জুটির প্রেমের গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়। এরপর এই প্রেমের গুঞ্জন উসকে দিতেও দেখা গেছে আহান পান্ডেকে। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন এই যুগল। অবশেষে নীরবতা ভাঙলেন আহান পান্ডে।
আরো পড়ুন:
বারাণসী: বাজেট ১৮০৩ কোটি, প্রচারে ব্যয় ২৭৭ কোটি টাকা!
‘২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?’
কয়েক দিন আগে জি-কিউ ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন আহান পান্ডে। এ আলাপচারিতায় অনীতের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা। এ অভিনেতা বলেন, “অনীত আমার ব্রেস্ট ফ্রেন্ড। পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি। কিন্তু আমরা তা করছি না। কেমিস্ট্রি সব সময় রোমান্টিক হয় না—এটা কমফোর্ট, নিরাপত্তারও ব্যাপার। আমরা দুজনই একে অপরকে সেই অনুভূতি দিয়েছি।”
অনীতের সঙ্গে সম্পর্কের রসায়ন খানিকটা ব্যাখ্যা করে আহান পান্ডে বলেন, “যদিও ও আমার প্রেমিকা নয়, তবু অনীতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না। ‘সাইয়ারা’ সিনেমার আগেই আমরা দুজনেই পাওলো কোয়েলোর—‘স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা জীবনকে আকর্ষণীয় করে তোলে।’ এই উক্তি ভীষণভাবে পছন্দ করতাম। আমরা সেই স্বপ্ন একসঙ্গে দেখেছিলাম, আর সেটা সত্যি হয়েছে; যা আমরা ভাগ করে নিয়েছি, তা সত্যিই বিশেষ।”
আহান-অনীতের অভিন্ন এই দর্শন তাদের সম্পর্ককে আরো গভীর করেছে; কাজের অংশীদারিত্বকে আরো দৃঢ় করেছে। আহান পান্ডে এখন সম্পর্কে রয়েছেন কি না, তা-ও পরিষ্কার করেছেন তিনি। এ অভিনেতার ভাষায়—“আমি এখন সিঙ্গেল।”
গত ১৩ অক্টোবর অনীত পড্ডার জন্মদিন ছিল। বিশেষ দিনে আহান পান্ডে বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। তাতে দেখা যায়, কনসার্টে আহান-অনীতের কাটানো নানা মুহূর্ত। একটি ছবিতে দেখা যায়, মজার ভঙ্গিতে পোজ দিচ্ছেন অনীত। আর আহান একটি ঘনিষ্ঠ সেলফিতে চোখ বন্ধ করে মুহূর্তটিকে উপভোগ করছেন।
দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, আহান-অনীতের এসব ছবি কোল্ডপ্লের কনসার্টে তোলা। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তির আগে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। অর্থাৎ সিনেমা মুক্তির আগে থেকেই তারা একসঙ্গে সময় কাটান।
গত ১৮ জুলাই মুক্তি পায় আহান-অনীতা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা। রোমান্টিক-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন মোহিত সুরি। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০-৫৮১ কোটি রুপি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ন আহ ন প ন ড কর ছ ন অন ত র
এছাড়াও পড়ুন:
জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ!
ভারতের দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেতা ধানুশ। তার পরবর্তী সিনেমা ‘ডি৫৫’। এটি পরিচালনা করছেন রাজকুমার পেরিয়াসামি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। আপাতত প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
এ সিনেমায় ধানুশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে। এবার জানা গেল, ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী।
সিনেমা এক্সপ্রেসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রথমে জানা যায়, এ সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন পূজা হেগড়ে। পরে খবর আসে ধানুশের বিপরীতে মীনাক্ষী চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে খবর ছড়িয়েছে, সম্ভবত সাই পল্লবী ‘ডি৫৫’ সিনেমার নায়িকা হতে চলেছেন। খবরটি প্রকাশের পর থেকে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। কারণ ‘মারি টু’ সিনেমার পর ধানুশ–সাই পল্লবী ফের একসঙ্গে পর্দায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।
আরো পড়ুন:
রণবীর-সাই পল্লবীর সিনেমার বাজেট ৫ হাজার কোটি টাকা!
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
‘মারি টু’ সিনেমায় ধানুশ-সাই পল্লবীর সাফল্যের পর ভক্তরা বহুদিন ধরে এ জুটিকে আবারো একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন। যার কারণে ‘ডি৫৫’ সিনেমায় এ জুটিকে দেখার খবরে আনন্দিত ভক্তরা। যদিও সিনেমা সংশ্লিষ্টরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এ জুটির ভক্ত-অনুরাগীরা।
‘মারি টু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী-ধানুশ। প্রথমবারই মুগ্ধতা ছড়ান এই যুগল। সিনেমাটির ‘রাউডি বেবি’ গান মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। কেবল তাই নয়, নতুন রেকর্ড গড়ে গানটি। ইউটিউবে ১ বিলিয়ন বার দেখার মাইলফলক অর্জন করে। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমার গান হিসেবে এই রেকর্ড গড়ে ‘রাউডি বেবি’।
ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইডলি কাডাই’। গত ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তামিল ভাষার এ সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেন নিথিয়া মেনন। এটি পরিচালনা ও সহপ্রযোজক হিসেবেও কাজ করেন ধানুশ। এরই মধ্যে হিন্দি ভাষার ‘তেরে ইশক মেইন’ সিনেমার কাজ শেষ করেছেন ধানুশ। চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থান্ডেল’। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। এ সিনেমায় নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সাই পল্লবী। এরই মধ্যে ‘মেরে রাহো’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। হিন্দি ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আমির খানের পুত্র জুনায়েদ খান। আগামী ১২ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে।
পরিচালক নিতেশ তিওয়ারি দুই পার্টে নির্মাণ করছেন ‘রামায়াণ’। এতে সীতা ও রাম চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন সাই পল্লবী-রণবীর কাপুর। সিনেমাটির প্রথম পার্টের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আর দ্বিতীয় পার্টের দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত নির্মাতারা।
ঢাকা/শান্ত