৩ কোটি টাকা! ‘মিস ইউনিভার্স’ ফাতিমা আর কী পাচ্ছেন
Published: 21st, November 2025 GMT
৭৪ তম মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ‘মিস মেক্সিকো’ ফাতিমা বশ। আজ সকালে থাইল্যান্ডের ব্যাংককে চূড়ান্ত পর্বে তাঁর নাম ঘোষণা করা হয়।
বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ২৫ বছর বয়সী ফাতিমা। তাঁকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ।
মুকুট পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফাতিমা, বাকি প্রতিযোগীদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে তাঁকে।
মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। তিনি মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন।
বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ফাতিমা বশ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীর আরমানিটোলায় হেলে পড়েছে ৬ তলা ভবন
পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। তবে, শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভবন হেলে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।
ফায়ার সার্ভিস তদন্ত করে জানিয়েছে, পুরনো ভবনটিতে বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। কেবল পলেস্তারার আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। তবে, ইউএসজিএস জানিয়েছে, এটি ৫.৫ মাত্রার ভূমিকম্প। কেন্দ্র নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দূরে।
ভূমিকম্পে কসাইটুলিতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। এ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঢাকা/এমআর/রফিক