কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২১ নভেম্বর) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ নাশকতা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  

তবে, আগুনে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

নৈশপ্রহরী ইসমাইল শেখ বলেছেন, আমি ব্যাংকের ভেতরেই ছিলাম। ফজরের আজান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার করি। তখন পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

তিনি জানান, বাইরে থেকে বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপক মো.

শাহজালাল বলেছেন, নৈশপ্রহরী ভেতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে, এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে এক বোতল পেট্রল জব্দ করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ব ত তর

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পের ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শুক্রবার সকালে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় জরুরি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নগরীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নিয়ন্ত্রণকক্ষ’ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুনভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৫, তিন জেলায় আহত দুই শতাধিক৩১ মিনিট আগে

ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা–সম্পর্কিত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নিয়ন্ত্রণকক্ষের নম্বরগুলো হলো

মুঠোফোন নম্বর: ০১৭০০-৭১৬৬৭৮

ফোন নম্বর: ০২-৪১০৫১০৬৫

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনমায়ের সঙ্গে মাংস কিনতে গিয়েছিলেন, আর ফিরলেন না রাফিউল২৭ মিনিট আগে

সম্পর্কিত নিবন্ধ