সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.

জাহাঙ্গীর আলম ব্যাপারী (৬২), ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান (৪৯), রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোসেন (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রিপনকে খিলগাঁও থানার পুলিশ এবং বাকিদের ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

ডিবির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম ব্যাপারী, স্বামীবাগ এলাকা থেকে সেলিম রেজা ও সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। আলাদা আরেকটি অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ এবং রাত ১২টার দিকে আবুল কালাম আজাদ খানকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই দিনে বিকেল সাড়ে পাঁচটার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মোক্তার হোসেন এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালবাগ এলাকা থেকে আলম হাওলাদারকে গ্রেপ্তার ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। একই দিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

খিলগাঁও থানার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে মো. রিপনকে গ্রেপ্তার করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর আওয় ম

এছাড়াও পড়ুন:

মাদক পাচার রোধে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক পাচার সমূলে বিনষ্ট করার জন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

মাদককে দেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাদক আসে এবং এর বিনিময়ে আমাদের দেশ থেকে চাল, সার এবং ওষুধসহ অন্যান্য সামগ্রী পাচার হয়ে যায়। 

তিনি বলেন, মাদক পাচার শুধু কক্সবাজার বা চট্টগ্রাম থেকেই হচ্ছে না বরং বরগুনা, পটুয়াখালী, ভোলা- এসব এলাকা থেকেও চাল ও সার পাচার হয়ে যাচ্ছে। 

আরাকান আর্মির যোগসূত্র উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের আরাকান আর্মি মূলত মাদকের উপরেই বেঁচে আছে। এই পাচার বন্ধ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষভাবে নৌ বাহিনী এবং কোস্টগার্ডকে সাগরে নিয়োজিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা পাচার বন্ধ করতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি ভালো খবর হলো, মাদকের বিরুদ্ধে অভিযান বেড়েছে। মাদকদ্রব্য আটকের ঘটনা বেড়ে যাওয়ায় মাদকের দামও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ রক্ষায় কোনো অবস্থাতেই যেন সার, চাল ও অন্যান্য সামগ্রী দেশ থেকে পাচার না হতে পারে, সেজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা নিতে প্রস্তুত।

তিনি জানান, সভায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা নিয়েও আলোচনা হয়। নাসা গ্রুপের চেয়ারম্যানের সম্পত্তি বিক্রি সংক্রান্ত একটি সমস্যার সমাধান হয়েছে। নাসা গ্রুপের চেয়ারম্যান প্রায় ২৫০ কোটি টাকা সমস্যার সমাধানে তার সম্পত্তি বিক্রি করার জন্য স্বাক্ষর করে দিয়েছেন। এর আগে তিনি বিক্রি করতে রাজি হননি, তবে গতকাল তিনি রাজি হয়েছেন। এর ফলে শ্রমিক ভাইদের সমস্যা সমাধান হবে এবং তারা তাদের বকেয়া টাকা পেয়ে যাবেন।

পূজায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডবগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন শুরু হবে। এবার মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার নারী কর্মীকেও কাজে লাগানো হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, এবার দেশের সব জায়গায় পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ স্বাধীন এবং গণমাধ্যমও স্বাধীন। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। 

তিনি আক্ষেপ করে বলেন, কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না, যা সংবাদপত্রে সেভাবে আসছে না। যদি কৃষকরা আলুর দাম না পান এবং তাদের খরচ না উঠাতে পারেন, তবে আগামী বছর তারা আলু চাষাবাদ নাও করতে পারে, যার ফলে ভবিষ্যতে আলুর দাম আবার বেড়ে যেতে পারে। 

তিনি জানান, কোল্ড স্টোরগুলোর জন্য একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হলেও তা খুব একটা কার্যকরী হচ্ছে না । এজন্য সাধারণ মানুষকে আলু খাওয়াটাও বাড়াতে হবে বলে পরামর্শ দেন তিনি।

ঢাকা/এএএম/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ