ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নেসহ আটক ৪
Published: 9th, August 2025 GMT
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন দালালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৯ আগস্ট) সকালে ঝিনাইদহের স্বরূপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজসহ তিন দালাল জেলেপোতা মাঠ দিয়ে রিয়াজ উদ্দিনকে ভারতে পাঠানোর সময় স্থানীয়দের হাতে আটক হন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্যামকুর বিওপি ও মহেশপুর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম তরু জানিয়েছেন, দালালরা রিয়াজ উদ্দিনকে মাঠের মধ্যে দিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় রাস্তা কাঁচা থাকায় ফিরে আসে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে রিয়াজ উদ্দিন বলেন যে, দালালরা তাকে তিন দিন ধরে আটক রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়েছে। বিষয়টি থানায় জানালে এসআই আলমগীর ঘটনাস্থলে হাজির হন। খবর পেয়ে বিজিবি সদস্যরাও আসেন। পরে তাদেরকে থানায় নেওয়া হয়।
আরো পড়ুন:
ঝালকাঠির সাবেক পৌর মেয়র লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার
‘আ.
অপর দালালরা হলেন— পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজ। তারা মানবপাচার ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গত ২ মে দালাল রিয়াজ পেপুলবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছিলেন।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান জানিয়েছেন, চারজনকে থানা নিয়ে আসা হয়েছে। একজনের বাড়ি চাঁদপুর মতলব থানায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। সে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা আছে।
ঢাকা/সোহাগ/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ সদস য র সময়
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া
সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা শহীদ হয়েছে তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী মুল্লুক চান মাদ্রাসা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম আহমেদ ঢালীর সভাপতিত্বে এবং সাইফুল আলম সুমন ও আল ইসলাম এর যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আদমজী হাই স্কুল ও কদমতলী বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি প্রাক্তন সিনিয়র শিক্ষক ডা. আইয়ূব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা, ৭নং ওয়ার্ড, বিএনপির সহ-সভাপতি শাহ আলম পাটোয়ারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সাকু, ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো. সোলাইমান ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবু নাসের, মোবারক হোসেন, জুয়েল স্যার, মোজ্জামেল হক সিপুসহ অসংখ্য মাদ্রাসার ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।