বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ উড়োজাহাজে যাতায়াত করে
Published: 10th, August 2025 GMT
বিশ্বের উড়োজাহাজ সংস্থাগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রতিবেদনে বিশ্বে শীর্ষ উড়োজাহাজে চলাচলকারী দেশগুলোর চমকপ্রদ পরিসংখ্যান উঠে এসেছে। ২০২৪ সালের তথ্য নিয়ে ‘ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট স্ট্যাটিসটিকস’ নামের এই প্রতিবেদনে বিশ্বের উড়োজাহাজপ্রেমী দেশগুলোর নামও এসেছে।
আইএটিএর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন মার্কেট বা উড়োজাহাজে চলাচলের বাজার ছিল যুক্তরাষ্ট্র। সে বছর দেশটিতে ৮৭ কোটি ৬০ লাখ যাত্রী আকাশপথে ভ্রমণ করেছেন, যার বেশির ভাগই অভ্যন্তরীণ রুটে। সংখ্যাটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের উড়োজাহাজযাত্রীর তুলনায় চার গুণ।
যুক্তরাষ্ট্রের পরই আছে চীন। দ্বিতীয় অবস্থানে থাকা দেশটি ২০২৪ সালে ৭৪ কোটি ১০ লাখ যাত্রী পরিবহন করেছে। তবে প্রবৃদ্ধিতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে চীনে ১৮ দশমিক ৭ শতাংশ বেশি যাত্রী চলাচল করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি মাত্র ৫ দশমিক ২ শতাংশ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ২০২৪ স ল সবচ য়
এছাড়াও পড়ুন:
পাড়ার মঞ্চ থেকে বড় পর্দায়
তখন সবে মাধ্যমিকে পড়েন। পাড়ায় একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে নাটক পরিবেশিত হবে। এক বন্ধুর সঙ্গে সেই নাটকের মহড়া দেখতে গিয়ে তিনি নিজেও একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। সেই থেকে শুরু। এখন ছোট পর্দা, ওটিটি আর বড় পর্দায় জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি।পাড়ার মঞ্চ থেকে রুপালি পর্দায় দ্যুতি ছড়ানো এই অভিনেতার নাম ইমতিয়াজ বর্ষণ। ভিন্নধর্মী চরিত্রে তাঁর সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের। চরিত্রের প্রয়োজনে বরাবরই নিজেকে ভেঙেছেন-গড়েছেন গুণী এই অভিনেতা। চট্টগ্রামের ছেলে ইমতিয়াজ বর্ষণের বড় পর্দায় অভিষেক হয় মাসুদ হাসান উজ্জ্বলের ঊনপঞ্চাশ বাতাস ছবির মাধ্যমে। ২০২০ সালের অক্টোবরে থ্রিলার ঘরানার এই ছবি মুক্তি পায়। প্রথম ছবিতেই খ্যাতি ছড়িয়ে পড়ে তাঁর।ঊনপঞ্চাশ বাতাস-এর পর বড় পর্দায় আরও দুটি ছবি মুক্তি পেয়েছে বর্ষণের।
সিনেমা দুটি হলো চন্দ্রাবতীর কথা ও ওরা ৭ জন। মুক্তির অপেক্ষায় রয়েছে ১৯৭১: করতলে ছিন্নমাথা, যাপিত জীবন, আগুনপাখি, এখানে রাজনৈতিক আলাপ জরুরিসহ বেশ কটি সিনেমা। এখানে রাজনৈতিক আলাপ জরুরি নামে সিনেমাটির পরিচালক আহমেদ হাসান সানি। বর্ষণ অভিনীত এই ছবির পটভূমি গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থান। তবে এর মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাসও তুলে ধরা হবে। বর্তমানে একটি সিনেমার শুটিং চলছে ইমতিয়াজ বর্ষণের।২০১৮ সালে আইফ্লিক্সের জন্য অমিতাভ রেজা নির্মিত বন্ধু অথবা বন্দুকের গল্প-এর মাধ্যমে ইমতিয়াজ বর্ষণ ওয়েবের জন্য প্রথম অভিনয় করেন। এরপর চরকির জন্য নির্মিত মুন্সিগিরি-তে অভিনয় করেছেন তিনি। পরে অভিনয় করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ কাইজার-এ।এরপর সাড়ে ১৬, গোলাম মামুন, কালপুরুষ, আকাসহ বেশ কিছু ওয়েব সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এসব ওয়েব সিরিজে কখনো গোয়েন্দা, কখনো ব্যারিস্টারসহ নানা চরিত্রে দেখা গেছে তাঁকে। ইমতিয়াজ বর্ষণের অভিনীত ওয়েব ফিল্মের মধ্যে রয়েছে—ত্রিভুজ, অমীমাংসিত, নিশ্বাস, অপলাপ ইত্যাদি।টেলিভিশনের জন্য নির্মিত অনেক নাটকেও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। করেছেন বিজ্ঞাপনচিত্র নির্মাণ ও অভিনয়। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ইয়েসু ওয়েব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ অংশগ্রহণ করেন তিনি।প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা না হলেও এরই মধ্যে গায়ক, সুরকার হিসেবেও পরিচিতি পেয়েছেন বর্ষণ। তাঁর অভিনীত সিনেমা ঊনপঞ্চাশ বাতাস-এর ‘প্রথম ঝরে পড়া শিউলিটা’ গানটি তাঁরই সুর করা, যেটি বেসবাবা সুমন গেয়েছেন। আহমেদ রাজীবের কথা ও সুরে তাসনিম আনিকার সঙ্গে যৌথ কণ্ঠে গেয়েছেন ‘মিথ্যে বলিনি’। নিজের লেখা ও সুর করা গান ‘মেঘে মেঘে’ রিলিজ করেছে তাঁর গানের দল ‘হ্যালির ধূমকেতু’। এ ছাড়া অর্থহীন ব্যান্ডের মিউজিক ভিডিও আমার এ গান-এ অভিনয় করেছেন তিনি।বিশ্বজিৎ চৌধুরীর গল্প অবলম্বনে ‘একটি খুনের বিবরণ’ শর্টফিল্মের নির্মাণ করেন মোর্শেদ হিমাদ্রি হিমু। সেখানেও অভিনয় করেন বর্ষণ। এই শর্টফিল্ম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩, ঢাকা শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪, নেপাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।ইমতিয়াজ বর্ষণের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর এলাকার আমতলী গ্রামে।
ইমতিয়াজ বর্ষণ