দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
Published: 13th, August 2025 GMT
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। আজ বুধবার দুপুরে সীমান্তের প্রধান খুঁটি ৭৬ নম্বরের পাশে শূন্য লাইনে (নো ম্যানস ল্যান্ড) উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো.
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর প্রথম আলোকে জানান, ওই ২২ জনের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।
৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান প্রথম আলোকে জানান, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকের পর তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের দেওয়া তালিকা যাচাই–বাছাই শেষে আজ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে ২২ জনকে হস্তান্তর করা হয়। পরে তাঁদের দর্শনা থানায় হস্তান্তর করে বিজিবি।
হস্তান্তর করা ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের সুমাইয়া আক্তার (১৯), নোয়াখালীর উম্মে হানি সানু (১৮), বরিশালের ১৫ বছর বয়সী একটি মেয়ে, মানিকগঞ্জের ১৭ বছর বয়সী একটি মেয়ে, গাজীপুরের মিম খাতুন (২০), খুলনার সাহিদা আক্তার মিম (২৪), আফরিন খাতুন (২৭), আরিফ হোসেন (৩১) ও তারেক মোল্লা (৩০), রাজবাড়ীর আবেদা আক্তার (২০), নরসিংদীর শিউলি খাতুন (৩২), পিরোজপুরের মুন্নি আক্তার (২৬), চট্টগ্রামের রোমান (৪২), শরীয়তপুরের রাশেদ মোল্লা (২১), বাগেরহাটের আলাউদ্দিন আপন (২২), নড়াইলের হাবিব মোল্লা (৩৪), রোশন আজিজ (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার কৃষ্ণচন্দ্র দাস (২৩), ঢাকার সালাউদ্দিন (৫১), নওগাঁর সাথী পারভিন (৩০), ঠাকুরগাঁওয়ের আরমান আলী (২৩) ও চুয়াডাঙ্গার রওশন আরা খাতুন (২৩)।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ফেনী সীমান্তে ৬ চোরাকারবারি আটক
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফেরত পাওয়ার পরে বিস্তারিত জানানো হবে।’’
ঢাকা/সাহাব/রাজীব