গুগল সার্চে যুক্ত হচ্ছে প্রেফার্ড সোর্সেস, যে সুবিধা পাওয়া যাবে
Published: 14th, August 2025 GMT
ব্যবহারকারীদের অনলাইন সার্চ অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনতে গুগল সার্চ ইঞ্জিনে নিয়মিত নতুন সুবিধা যুক্ত করছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে পছন্দের সংবাদমাধ্যমের খবর জানার সুযোগ দিতে ‘প্রেফার্ড সোর্সেস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীদের পছন্দের সংবাদমাধ্যমে প্রকাশিত নির্বাচিত সংবাদগুলো গুগল সার্চের ‘টপ স্টোরিজ’ বা শীর্ষ খবরের তালিকায় অগ্রাধিকার পাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের সংবাদমাধ্যমগুলোর সংবাদ জানতে পারবেন।
গুগলের টপ স্টোরিজ অংশে কোনো চলতি ঘটনার খোঁজ করলে বিভিন্ন ওয়েবসাইটের প্রাসঙ্গিক সংবাদ বা তথ্য একসঙ্গে দেখানো হয়। নতুন প্রেফার্ড সোর্সেস সুবিধার মাধ্যমে ওই তালিকায় বাছাই করা সংবাদমাধ্যমের খবর বর্তমানের চেয়ে বেশি প্রদর্শন করা হবে। গুগলের তথ্যমতে, গত জুন মাস থেকে নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। এবার সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারতে বসবাসকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
সুবিধাটি চালুর জন্য কোনো বিষয় সার্চ করে টপ স্টোরিজ শিরোনামের পাশের আইকনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের সংবাদমাধ্যম নির্বাচন করে তালিকা রিফ্রেশ করলেই সেই মাধ্যমের খবর টপ স্টোরিজের শীর্ষে প্রদর্শন করা হবে। পছন্দের সংবাদমাধ্যম নির্ধারণে কোনো সীমাবদ্ধতা নেই।
সম্প্রতি এআইনির্ভর সার্চের কারণে সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর কমে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে গুগল। তবে অভিযোগ অস্বীকার করে গুগল জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা ‘প্রায় স্থিতিশীল’ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি করে ফোরাম, পডকাস্ট, ভিডিও এবং বিশ্বস্ত কণ্ঠস্বরসমৃদ্ধ ওয়েবসাইটে ভিজিট করছেন।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ গল স র চ টপ স ট র জ ব যবহ র
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে