গুগল সার্চে যুক্ত হচ্ছে প্রেফার্ড সোর্সেস, যে সুবিধা পাওয়া যাবে
Published: 14th, August 2025 GMT
ব্যবহারকারীদের অনলাইন সার্চ অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনতে গুগল সার্চ ইঞ্জিনে নিয়মিত নতুন সুবিধা যুক্ত করছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে পছন্দের সংবাদমাধ্যমের খবর জানার সুযোগ দিতে ‘প্রেফার্ড সোর্সেস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীদের পছন্দের সংবাদমাধ্যমে প্রকাশিত নির্বাচিত সংবাদগুলো গুগল সার্চের ‘টপ স্টোরিজ’ বা শীর্ষ খবরের তালিকায় অগ্রাধিকার পাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের সংবাদমাধ্যমগুলোর সংবাদ জানতে পারবেন।
গুগলের টপ স্টোরিজ অংশে কোনো চলতি ঘটনার খোঁজ করলে বিভিন্ন ওয়েবসাইটের প্রাসঙ্গিক সংবাদ বা তথ্য একসঙ্গে দেখানো হয়। নতুন প্রেফার্ড সোর্সেস সুবিধার মাধ্যমে ওই তালিকায় বাছাই করা সংবাদমাধ্যমের খবর বর্তমানের চেয়ে বেশি প্রদর্শন করা হবে। গুগলের তথ্যমতে, গত জুন মাস থেকে নির্দিষ্ট ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন। এবার সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। শুরুতে যুক্তরাষ্ট্র ও ভারতে বসবাসকারীরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
সুবিধাটি চালুর জন্য কোনো বিষয় সার্চ করে টপ স্টোরিজ শিরোনামের পাশের আইকনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের সংবাদমাধ্যম নির্বাচন করে তালিকা রিফ্রেশ করলেই সেই মাধ্যমের খবর টপ স্টোরিজের শীর্ষে প্রদর্শন করা হবে। পছন্দের সংবাদমাধ্যম নির্ধারণে কোনো সীমাবদ্ধতা নেই।
সম্প্রতি এআইনির্ভর সার্চের কারণে সংবাদমাধ্যমসহ বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর কমে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে গুগল। তবে অভিযোগ অস্বীকার করে গুগল জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ওয়েবসাইটের ভিজিটরের সংখ্যা ‘প্রায় স্থিতিশীল’ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে ব্যবহারকারীরা আগের তুলনায় বেশি করে ফোরাম, পডকাস্ট, ভিডিও এবং বিশ্বস্ত কণ্ঠস্বরসমৃদ্ধ ওয়েবসাইটে ভিজিট করছেন।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ গল স র চ টপ স ট র জ ব যবহ র
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় পাখিদের মধ্যে বিস্ময়কর লিঙ্গ পরিবর্তনের ঘটনা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
অস্ট্রেলিয়ার বন্য পাখিদের মধ্যে বিস্ময়কর হারে লিঙ্গ পরিবর্তনের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ক্রমবর্ধমান দূষণ বা অন্যান্য পরিবেশগত কারণে এটি হতে পারে।
কুকাবারা, ম্যাগপাই, লরিকেটসহ অস্ট্রেলিয়ার পাঁচটি সাধারণ প্রজাতির বন্য পাখির ওপর করা এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৬ শতাংশ পাখির ক্রোমোজম এক লিঙ্গের, কিন্তু প্রজনন অঙ্গ অন্য লিঙ্গের। গবেষণাটি চলতি সপ্তাহে বায়োলজি লেটারস নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেছেন, গবেষণা ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে জন্মের পর বিস্ময়করভাবে অনেক পাখির লিঙ্গ বদলে গেছে।
সংশ্লিষ্ট গবেষণা নিবন্ধের সহ-লেখক ডমিনিক পটভিন বলেন, ‘এটি ইঙ্গিত দিচ্ছে যে বন্য পাখিদের লিঙ্গ নির্ধারণের বিষয়টি আমাদের ধারনার চেয়ে অনেক বেশি পরিবর্তনশীল। আর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এ পরিবর্তন ঘটতে পারে।’
গবেষণায় প্রায় ৫০০ পাখির ডিএনএ পরীক্ষা করা হয়। লিঙ্গ পরিবর্তনের অধিকাংশ ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, জিনগতভাবে স্ত্রী পাখিদের মধ্যে পুরুষ প্রজনন গ্রন্থি গড়ে উঠছে।
লিঙ্গ পরিবর্তনের ঘটনা কিছু প্রজাতির সরীসৃপ ও মাছের মধ্যে সুপরিচিত হলেও বন্য পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এটি বিরল বলে মনে করা হয়।
কীভাবে দূষণ, এমনকি উষ্ণ তাপমাত্রা ব্যাঙের মধ্যে লিঙ্গ পরিবর্তন ঘটাতে পারে, তা-ও নথিভুক্ত করেছেন বিজ্ঞানীরা।
সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, বন্য পাখিদের লিঙ্গ পরিবর্তনের কারণ স্পষ্ট নয়। তবে এটি পরিবেশগত কারণে হতে পারে, যেমন বনাঞ্চলে জমে থাকা হরমোনের কাজ ব্যাহতকারী রাসায়নিক পদার্থ।