যুদ্ধ বন্ধে রাজী না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা: ট্রাম্প
Published: 15th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হন তবে রাশিয়ার জন্য পরিণতি হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা। শীর্ষ সম্মেলনের জন্য অ্যাঙ্কোরেজ যাওয়ার সময় তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “আমি আমার স্বাস্থ্যের জন্য এটি করছি না। ঠিক আছে, আমার এটির প্রয়োজন নেই। আমি আমাদের দেশের উপর মনোযোগ দিতে চাই, তবে আমি অনেক জীবন বাঁচানোর জন্য এটি করছি।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হন তবে রাশিয়ার জন্য পরিণতি হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা।
তিনি বলেন, “হ্যাঁ, এটি অত্যন্ত গুরুতর হবে।”
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি লক্ষ্য করেছি যে তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন, এবং এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান