যুদ্ধ বন্ধে রাজী না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা: ট্রাম্প
Published: 15th, August 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হন তবে রাশিয়ার জন্য পরিণতি হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা। শীর্ষ সম্মেলনের জন্য অ্যাঙ্কোরেজ যাওয়ার সময় তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “আমি আমার স্বাস্থ্যের জন্য এটি করছি না। ঠিক আছে, আমার এটির প্রয়োজন নেই। আমি আমাদের দেশের উপর মনোযোগ দিতে চাই, তবে আমি অনেক জীবন বাঁচানোর জন্য এটি করছি।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন যদি যুদ্ধ শেষ করতে রাজি না হন তবে রাশিয়ার জন্য পরিণতি হবে শাস্তিমূলক নিষেধাজ্ঞা।
তিনি বলেন, “হ্যাঁ, এটি অত্যন্ত গুরুতর হবে।”
ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা হলেই কেবল বাণিজ্য আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি লক্ষ্য করেছি যে তিনি রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে নিয়ে আসছেন, এবং এটা ভালো। আমি এটা পছন্দ করি, কারণ তারা ব্যবসা করতে চায়। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত তারা ব্যবসা করছে না।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
জয়পুরহাটে গভীর নলকূপের এক লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাইদ (৬৫) ওই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ বলছে, নিহতের হাত-পা বাঁধা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন:
চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে আবু সাইদ নলকূপ পাহারা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তবে, শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আব্দুল্লাহ/রাজীব