কম্বোডিয়ার আংকরভাট, সত্যজিতের সোনার কেল্লা—কী নেই কলকাতার পূজামণ্ডপ
Published: 26th, September 2025 GMT
কোনো মন্দির সেজেছে কম্বোডিয়ার সুপ্রাচীন মন্দির অ্যাংকরভাটের আদলে। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ উঠে এসেছে কোনো মন্দিরের চিত্রে। ‘অপারেশন সিঁদুর’–এর দুর্ধর্ষ চিত্র পাওয়া যাচ্ছে কোথাও।
শারদীয় দুর্গোৎসব দ্বারপ্রান্তে। এ উৎসবের প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শুধু কলকাতা নয়, রাজ্যের ৪৫ হাজার পূজার মন্দিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। সাবেকি আর আধুনিক বিষয়ভাবনা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নানা পূজামণ্ডপ। মন্দির নির্মাণ, স্থাপত্যে সমসাময়িক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনীতির নানা ছবি। দেশ–বিদেশের মন্দির স্থাপত্য আর গোটা দেশের জন্য সচেতনতার নতুন বার্তা ছড়িয়ে পড়েছে। এসবের মধ্যে কলকাতার পূজা আর একে ঘিরে সাজসজ্জা বিশ্বস্বীকৃত।
বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীনতম বিষ্ণুমন্দির গড়েছিলেন কম্বোডিয়ার খেমারুজ সাম্রাজের রাজা দ্বিতীয় সূর্য বর্মণ। ৪০২ একর জমির ওপর নির্মিত হয়েছিল এই মন্দির। সেই মন্দির পরবর্তী সময়ে অবশ্য বৌদ্ধধর্মালম্বীদের দখলে চলে যায়। এখন সেই অ্যাংকরভাট মন্দিরের দেবতা বিষ্ণুদেব ও ভগবান বৌদ্ধ পূজিত হয়ে আসছেন। কলকাতা কলেজ স্কয়ারের এবার মন্দির নির্মিত হয়েছে সেই কম্বোডিয়ার অ্যাংকরভাট মন্দিরের ভাবনা নিয়ে।
কলকাতার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবার পূজার থিম করেছে আমেরিকার সর্ববৃহৎ অক্ষরধাম স্বামীনাথন মন্দিরকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কম ব ড য় র মন দ র কলক ত করভ ট
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ