ইন্দোনেশিয়ায় ৬.১ মাত্রার ভূমিকম্প
Published: 1st, October 2025 GMT
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, বুধবার রাতে মালুকুর কাছে বান্দা সাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
জাকার্তা সময় রাত ৮টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল দক্ষিণ-পশ্চিম মালুকু রিজেন্সি থেকে প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে ১৭৬ কিলোমিটার গভীরে অবস্থিত। তবে ভূমিকম্পটি সুনামির কোনও হুমকি দেয়নি।
বিএমকেজি-এর ভূমিকম্প ও সুনামির পরিচালক দারিওনো বলেছেন, “উপকেন্দ্রের অবস্থান এবং হাইপোসেন্টারের গভীরতার উপর ভিত্তি করে, এটি বান্দা সাগর প্লেটের মধ্যে বিপর্যস্ত কার্যকলাপের কারণে সৃষ্ট একটি মাঝারি ধরণের ভূমিকম্প ছিল।”
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, বাসিন্দারা হালকা কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন, যা একটি ট্রাকের কম্পনের সাথে তুলনীয়। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ভ ম কম প
এছাড়াও পড়ুন:
আমাদের দৃষ্টিতে পিআর একটি উদ্ভট ব্যবস্থা: সেলিমুজ্জামান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই।”
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারব না। এ কারণে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।”
আরো পড়ুন:
সবার সহযোগিতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে: শিমুল
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমার নদে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “দেশের জন্য এখন নির্বাচিত সরকারের প্রয়োজন। এ জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মো. আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ দলটির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/বাদল/মাসুদ