কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আট সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হামলার শিকার এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মো. নেছার উদ্দিন মামলাটি করেন।

মামলার প্রধান আসামি শাহজাহানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আট সাংবাদিক হামলার শিকার হন। হামলাকারীরা সাংবাদিকদের মুঠোফোন, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ।

হামলায় আহত সাংবাদিকেরা হলেন দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশের প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম এবং সাংবাদিক মো.

শাহজালাল ও সাইফুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা সাংবাদিক সোহরাব হোসেনের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে এক মাস ধরে বন্ধ করে দেন প্রতিবেশী শাহজাহান ও তাঁর লোকজন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে একটি সালিসের আয়োজন করা হয়। এ ঘটনায় সংবাদ সংগ্রহে যান স্থানীয় আটজন সাংবাদিক। তখন সাংবাদিকেরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজখবর নিচ্ছিলেন। খবর পেয়ে শাহজাহানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন এসে অতর্কিতে হামলা করেন। সাংবাদিকেরা তাঁদের ওপর হামলার কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়েই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এ ছাড়া তাঁদের মুঠোফোন, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিকেরা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হামলাকারী ব্যক্তিরা সাংবাদিক সোহরাব হোসেনের বাবা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেন। তাঁর মা নার্গিস বেগম, স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং তাঁর ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেন।

শাহজাহান ছাড়া মামলায় এলাহাবাদ পূর্বপাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে জসিম উদ্দিন, আবু হানিফের ছেলে সাগর ও মজলু এবং আবদুল মজিদের ছেলে বিল্লাল হোসেনে নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহজাহানকে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হজ হ ন ঘটন য়

এছাড়াও পড়ুন:

মিরপুরে পুলিশের পিওএমে হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু

মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি ভবনে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) পরিচালকের নিয়ন্ত্রণে থাকবে এই বহির্বিভাগ। এখন থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা পাবেন। আজ শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পিওএমের একটি ভবনে হাসপাতালের এই বহির্বিভাগ উদ্বোধন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমবে। পুলিশ সদস্যরা এখন থেকে মিরপুরে পিওএমে চালু হওয়া বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন। এখানে রোগনির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন (পর্যবেক্ষণ) সুবিধা থাকবে এই বহির্বিভাগে।

মিরপুরে পিওএমের ভবনে হাসপাতালের বহির্বিভাগ সেবা উদ্বোধনের পর সেখানে চিকিৎসার বন্দোবস্ত ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ৩ অক্টোবর, ২০২৫

সম্পর্কিত নিবন্ধ