ত্রাণ নিয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ২০ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল। শুক্রবার রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এই ঘটনার নিন্দা জানিয়েছে।

প্যারিসভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ২০ জনেরও বেশি বিদেশী সাংবাদিক ছিলেন। তারা গত মাসে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

আরএসএফ জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজার দিকে যাত্রা করা রাজনীতিবিদ ও অধিকারকর্মীদের বহনকারী নৌকাগুলোকে বাধা দিতে শুরু করে এবং ওই সময় সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়। ৪৫০ জনেরও বেশি লোক বহনকারী জাহাজগুলোকে ইসরায়েলি নৌবাহিনী গাজা উপত্যকায় পৌঁছাতে বাধা দিয়েছে।

আরএসএফ এর ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স বলেছেন, “সাংবাদিকদের গ্রেপ্তার করা এবং তাদের কাজ করতে বাধা দেওয়া তথ্য প্রদান ও অবহিত হওয়ার অধিকারের গুরুতর লঙ্ঘন। আরএসএফ অভূতপূর্ব মাত্রার মানবিক অভিযান কভার করার জন্য এই জাহাজগুলোতে থাকা সংবাদ পেশাদারদের অবৈধ গ্রেপ্তারের নিন্দা জানায়।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গোসল শেষে দেখি আয়না ঘোলা হয়ে যায়

আগের পর্বআরও পড়ুনবুঝলেন ভাই, দেশের পরিস্থিতি কিছুই বুঝতে পারছি না১৮ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ