চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপিকে নিয়ে আপত্তিকর ছবি শেয়ার করায় ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে তার সদস্য পদ তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মো.

বিল্লাল হোসেন মিয়াজি।

জানা গেছে, জামায়াতের এ নেতা ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের সংর্ঘষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

হাজীগঞ্জের উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে নেতা-কর্মীদের উপর জামায়াতের নেতা কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।

এদিকে হাজীগঞ্জের উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ পোস্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাতেই পোস্ট ডিলিট করা হয়েছে। এমনকি মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট করেছেন। তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয়। ওইসময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের উপর হামলা চালানো হয়। সেসময় প্রতিরোধ করতে গেলে জামায়াতের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।”

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন বলেন, “ঘটনা যা হয়েছে, ফেসবুকে পোস্ট করে পরে দুঃখ প্রকাশ করেছি। তারপরেও শুক্রবার সকালে বৈঠক বসার পূর্বেই নেতা-কর্মীদের উপর হামলা করে বিএনপির নেতা-কর্মীরা।”

ঢাকা/অমরেশ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত র আম র ফ সব ক উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

পাঁচ বছরের ব্যবধানে তাঁর পারিশ্রমিক কোটি ডলার বেড়ে যায়

হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজক জোডি ফস্টারের জন্মদিন আজ বুধবার। তিনি চার দশকের বেশি সময় ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। প্রতিভা তাঁকে নিয়ে গেছে বিশ্বের অন্যতম সম্মানিত শিল্পীর তালিকায়। নানা ঘটনার মধ্যে এগিয়ে চলা এই অভিনেত্রী ১৯৬২ সালের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেন।

আলোচিত এই অভিনেত্রীর শৈশব ভালো কাটেনি। নিজের মতো করে বেড়ে ওঠার আগেই তাঁর মা-বাবার বিচ্ছেদ হয়। পরে মায়ের কাছেই তিনি বড় হয়েছেন। মায়ের ইচ্ছাতেই তিনি শৈশবে নাম লেখান অভিনয়ে। ক্যারিয়ার শুরু হয় মাত্র ৩ বছর বয়সে।
বিজ্ঞাপনচিত্রে উপস্থিতির মাধ্যমে শুরু হয় জোডি ফস্টারের ক্যারিয়ার। শিশুশিল্পী হিসেবে তিনি দ্রুতই নজর কাড়েন। মাত্র ১২ বছর বয়সে মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’ সিনেমায় অভিনয় করে আলোচনা আসেন। পরবর্তী চার দশকের ক্যারিয়ারে তিনি জটিল, সাহসীসহ বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে অভিনয়ের দক্ষতায় নিজেকে প্রমাণ করেছেন। পেয়েছেন অস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা।

জোডি ফস্টার। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ