কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা
Published: 6th, October 2025 GMT
জাল সনদে সহকারী শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আফরোজা আক্তার ডিউকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তাকে বহিষ্কার করেন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
আরো পড়ুন:
বান্দরবানে ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও
অভিযুক্ত আফরোজা কার্যক্রম নিষিদ্ধ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। তিনি ২০১২ সালের ১৮ অক্টোবর কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগ পেতে তিনি দারুল ইহসান নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে পাস করা অনার্স ও মাস্টার্সের সনদ দাখিল করেন। দীর্ঘদিন ধরে জাল সনদে চাকরিরত থাকলেও প্রভাব খাটিয়ে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন তিনি।
গত ৫ আগস্ট সরকার পতনের পর আফরোজা আত্মগোপনে চলে যান। জাল সনদে চাকরি নেওয়া ছাড়াও এই শিক্ষকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি অর্থ লোপাট ও তছরুপের অভিযোগ ওঠে। এসব ঘটনায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামের বাসিন্দা আব্দুস সবুর। এরই প্রেক্ষিতে কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক এহতেশাম রেজা অভিযোগ তদন্তে কমিটি গঠন করেন।
কমিটি আফরোজার নিয়োগকালে স্কুলে জমা দেওয়া সব একাডেমিক কাগজপত্র যাচাই-বাছাইকালে বেসরকারি দারুল ইহসান (ইউজিসি কর্তৃক কালো তালিকাভুক্ত ও হাইকোর্ট থেকে অবৈধ ঘোষিত) প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রির কাগজ খুঁজে পান। দারুল ইহসান নামে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনার্স সার্টিফিকেটের সিরিয়াল নম্বর-০৪৬৩৭ এবং মাস্টার্সের সার্টিফিকেটের সিরিয়াল নম্বর-০০৩৯৮১। যাচাইকালে ইউজিসি কর্তৃপক্ষ নিশ্চিত করে দুইটি সার্টিফিকেটই ভুয়া বা জাল।
ইউজিসির দেওয়া তথ্যে ভুয়া বা জাল সার্টিফিকেটে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভা হয়। সেখানে আফরোজাকে স্থায়ীভাবে বহিষ্কার ও নিয়োগ পাওয়ার পর থেকে বেতন, ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নেওয়া সমুদয় অর্থ ফেরত পেতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, শিক্ষক আফরোজা আক্তার ডিউ ভুয়া সনদে চাকরিরত ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, নিয়োগ পাওয়ার পর থেকে এই শিক্ষক যে বেতন, ভাতাসহ সুবিধা নিয়েছেন তা ফেরত দিতে তাকে নোটিশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ জ ল সনদ কম ট র আফর জ
এছাড়াও পড়ুন:
সারাকে ‘অসাধারণ’ বললেন রণবীর
আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর’–এর ট্রেলার সাড়া ফেলেছে। রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল—সবাই আছেন এক ফ্রেমে। এই প্রথম বড় পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে একসময়ের শিশুশিল্পী সারা অর্জুন। গত জুলাইয়ে রণবীরের জন্মদিনে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনায় ছিল; ট্রেলার সেই আলোচনাকে আরও তীব্র করেছে। ভারতীয় গোয়েন্দাদের বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি ‘ধুরন্ধর’ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি—এমনটাই বলছেন সমালোচকেরা। ছবিতে রণবীর, অর্জুন ও মাধবনকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
মুম্বাইয়ের বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আড়ম্বরপূর্ণ আয়োজনে গত মঙ্গলবার প্রকাশ করা হয় ট্রেলার। অনুষ্ঠানে ছিলেন রাকেশ বেদি, অর্জুন রামপাল, আর মাধবন, রণবীর সিং, সারা অর্জুন, পরিচালক আদিত্য ধর ও প্রযোজক লোকেশ ধর। ছবিতে ৪০ বছর বয়সী রণবীরের বিপরীতে অভিনয় করেছেন তাঁর চেয়ে ২০ বছরের ছোট সারা অর্জুন; ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে ট্রেলার দেখে দর্শক দুজনের পর্দার রসায়ন ভালোভাবেই গ্রহণ করেছেন।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সহ–অভিনেত্রী সারা অর্জুনকে প্রশংসায় ভাসান রণবীর সিং। কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়েই ধুরন্ধর-এ এসেছে সারা অর্জুন। রণবীর জানান, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রায় ১ হাজার ৩০০ মেয়ের অডিশন নিয়েছিলেন; তাঁদের মধ্যে থেকেই সারা নির্বাচিত হন—‘সারা ছিলেন সেরাদের সেরা।’ তিনি বলেন, ‘সারা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা আজ এই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমি জানি তোমার জন্য এটি খুবই বিশেষ মুহূর্ত, আর এর অংশ হতে পেরে আমি নিজেও সম্মানিত।’
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে টিম ধুরন্ধর। ছবি: ইনস্টাগ্রাম থেকে