শাপলা প্রতীকের ৭ নমুনাসহ ফের ইসিকে চিঠি দিল এনসিপি
Published: 7th, October 2025 GMT
শাপলা প্রতীক চেয়ে ফের নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার চিঠিতে শাপলা প্রতীকের সাতটি নমুনা যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে। এততে শাপলার ভিন্ন ভিন্ন সাতটি নমুনা ছবি দেওয়া হয়েছে। এসব নমুনার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনা করতেও প্রস্তুত রয়েছে দলটি।
আরো পড়ুন:
বিলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা শাপলা
বিজয় দিবস ঘিরে গোলাপ গ্রামে ব্যস্ততা
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানকে সামনে রেখে নির্বাচন কমিশনের গঠিত কমিটি ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার চূড়ান্ত খসড়া প্রস্তুত করে। তালিকায় ‘শাপলা’ প্রতীক রয়েছে বলে এনসিপিকে আশ্বস্ত করেন কমিটির একজন সদস্য। এ বিষয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন দাখিল করে এবং দলের অনুকূলে ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়।
চিঠিতে আরো বলা হয়, এনসিপি মনে করে, গণমানুষের সঙ্গে দলের শাপলা প্রতীককেন্দ্রিক গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী ও নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই। ফলে, শাপলা ব্যতীত ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ পল ফ ল জ ত য় ন গর ক প র ট এনস প ইস ইস এনস প র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত: আ ন ম মুনিরুজ্জামান
আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে ভারতের ফেরত পাঠানো উচিত বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান।
আ ন ম মুনিরুজ্জামান বলেছেন, বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে ভারতকে বাংলাদেশের আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া উচিত।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনের এক কর্ম অধিবেশনে এ কথা বলেন মুনিরুজ্জামান। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক তিন দিনের এই সম্মেলন আয়োজন করেছে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সম্প্রতি দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।
ঢাকার সোনারগাঁও হোটেলে আজ শনিবার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর উদ্বোধনী দিনে ‘ফ্র্যাকচার্ড অর্ডারস, ফ্লুইড লয়্যালটিজ: পাওয়ার পলিটিকস ইন দ্য পোস্ট-অ্যালাইনমেন্ট এজ’ শিরোনামের প্লেনারি সেশনে আলোচকেরা