চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধুনাঘাট ব্রিজ এলাকায় ব্যবসায়ী মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাকে গুলি করা হয়। নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হামিম এগ্রো গরুর খামাারের স্বত্বাধিকারী।

আরো পড়ুন:

বরগুনায় গৃহবধূকে হত্যা: স্বামী-সতীনসহ ৩ জনের মৃত্যুদণ্ড

সন্তানকে কুপিয়ে পুকুরে ফেলে হত্যা করলেন বাবা

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া গুলি করে হত্যা করার তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে মধুনাঘাট ব্রিজ এলাকায় নিজের প্রাইভেটকারে বসে ছিলেন আবদুল হাকিম। সেখানে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, আব্দুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, কী কারণে কে বা কারা তাকে গুলি করেছে, সেই বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।  
 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ব এনপ ন হত

এছাড়াও পড়ুন:

পথেই কাটে ওদের শৈশব

একপর্যায় মারামারি শুরু হয়ে যায় দুজনের মধ্যে। তাদের থামাতে এগিয়ে আসে আরেক শিশু।

সম্পর্কিত নিবন্ধ