টিকটকের আদলে ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা
Published: 9th, October 2025 GMT
ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। এরই মধ্যে ফেসবুকের ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ বা আধেয় (কনটেন্ট) সুপারিশ প্রযুক্তি আধুনিক করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী নতুন ও প্রাসঙ্গিক রিলস দেখাতে পারবেন। প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, মেটা এখন ভিডিওনির্ভর আধেয়কে অগ্রাধিকার দিচ্ছে, আর সে ধারাতেই ফেসবুক ধীরে ধীরে টিকটকের আদলে বদলে যাচ্ছে।
মেটার তথ্যমতে, ফেসবুককে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করে তুলতে এ বছর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত জানুয়ারিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুকে ফিরে যেতে আগ্রহী। সেই লক্ষ্যেই প্ল্যাটফর্মটির ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে ফেসবুক টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারবে।
মেটার তথ্যমতে, ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক সব ভিডিও দেখতে পারেন, সে জন্য ফেসবুকে এখন একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে নতুন সুবিধা ‘ফ্রেন্ড বাবল’। নতুন সুবিধায় ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে ওই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে প্রাইভেট চ্যাটে আলাপ শুরু করা যাবে।
এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের মূল অভিজ্ঞতার অংশ। আমরা এখন বাবলের মতো নতুন ফিচার তৈরি করছি, যা ব্যবহারকারীদের সেই পরিচিত অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে। এরই মধ্যে ফেসবুকের র্যাঙ্কিং অ্যালগরিদম উন্নত করার ফলে ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বেড়েছে।
সূত্র: দ্য ভার্জ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ সব ক র
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। ট্রাইব্যুনাল আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।
অভিযোগে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান বলেছেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তাঁর যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, এই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, ক্রাইম এগেইনস্ট পিসের বিচার করতে পারেন। এখন মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে। ফজলুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে।
টক শোর আরেকটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ফজলুর রহমান বলেছেন, ‘এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে—এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যাঁরা বিচার করতেছেন, আমার ধারণা এঁদের মধ্যে ভেতরে একটা কথা আছে।’
টক শোর এই দুটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন। তারপরও ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল, ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া, বিচার নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন। ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন। এতে প্রতীয়মান হয়, তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন।
আজ এ অভিযোগ উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য-২ বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য-১ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন না।
প্রসিকিউশনকে শোনার পর আদেশে বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী বলেন, এটি খুবই গুরুতর অভিযোগ। এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রোববার আবার শুনানি হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।