দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপপুঞ্জে আজ শুক্রবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা।

শক্তিশালী এ ভূমিকম্পের পর ফিলিপাইন ও আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ফিভলক্স জানিয়েছে, ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপপুঞ্জের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলীয় মানাই শহরে আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি ও পরাঘাত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এ ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে দেশটির সেবু দ্বীপে অন্তত ৭২ জন নিহত হন। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটিও উপকূলের কাছেই আঘাত হেনেছিল।

ফিভলক্স মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে বলেছে। কারণ, ভূমিকম্পের প্রভাবে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে এক মিটার বা এর বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে।

ইন্দোনেশিয়াও তাদের উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। সেখানকার উপকূলে সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী।—এডউইন জুবাহিব, দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ফিলিপাইনে জোয়ারের স্বাভাবিক ঢেউয়ের তুলনায় ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এ ছাড়াও ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলে প্রায় ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

আরও পড়ুনফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০১ অক্টোবর ২০২৫

দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে বলেন, ‘ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী।’

এ ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে দেশটির সেবু দ্বীপে অন্তত ৭২ জন নিহত হন। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটিও উপকূলের কাছেই আঘাত হেনেছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ ম কম প র ফ ল প ইন সতর ক দশম ক উপক ল

এছাড়াও পড়ুন:

নিম-হলুদ কী সত্যিই ত্বকের জন্য ভালো?

নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ উপাদান।, যা ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা প্রতিরোধে সাহায্য করে। আর হলুদে কারকিউমিন নামক উপাদান, যা শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে উজ্জ্বল করতে। হলুদ ত্বকের ক্ষতি মেরামত করতে সাহায্য করে। সুতরাং ত্বকের জন্য নিম ও হলুদ দারুণ উপকারী দুইটি উপাদান।এই দুটি উপাদান একসাথে ব্যবহার করলে নানা উপকারিতা পাওয়া যায়।

ত্বক ব্যাকটেরিয়া মুক্ত থাকে
নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর হলুদের প্রদাহরোধী প্রভাব লালভাব ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

আরো পড়ুন:

ইডিপাস: না জেনে নিজের মাকে বিয়ে করেছিলেন

‘সাগরের জলদস্যু’ বলা হয় যে পাখিকে

উজ্জ্বল ত্বক
হলুদ ত্বকের কালো দাগ হালকা করতে পারে। এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে। নিমের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে।  

নিম-হলুদের ফেসপ্যাক যেভাবে বানাবেন
১ টেবিল চামচ নিমপাতার গুঁড়া বা নিমপাতা বাটার সঙ্গে  আধা চা চামচ হলুদ বাটা, পরিমাণমতো গোলাপ জল আর ১ চা চামচ মধু বা টক দই মিশিঠে ফেসপ্যাক বানিয়ে নিন।

যেভাবে ব্যবহার করবেন ফেসপ্যাক
ফেস প্যাকটি মুখে লাগানোর আগে হালকা কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। তরপরে পরিষ্কার হাত বা ব্রাশের সাহায্যে প্যাকটি মুখে ও ঘাড়ে লাগিয়ে নিতে হবে। এরপর ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। 

সপ্তাহে একদিন নিম-হলুদের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এসব উপাদান ব্যবহারের পরে ত্বকে এলার্জি দেখা দিলে- ব্যবহার করা বন্ধ করুন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ