দক্ষিণ ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি
Published: 10th, October 2025 GMT
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপপুঞ্জে আজ শুক্রবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা।
শক্তিশালী এ ভূমিকম্পের পর ফিলিপাইন ও আশপাশের কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা ফিভলক্স জানিয়েছে, ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপপুঞ্জের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলীয় মানাই শহরে আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)। ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতি ও পরাঘাত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এ ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে দেশটির সেবু দ্বীপে অন্তত ৭২ জন নিহত হন। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটিও উপকূলের কাছেই আঘাত হেনেছিল।ফিভলক্স মধ্য ও দক্ষিণ ফিলিপাইনের উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে বলেছে। কারণ, ভূমিকম্পের প্রভাবে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে এক মিটার বা এর বেশি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে।
ইন্দোনেশিয়াও তাদের উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। সেখানকার উপকূলে সর্বোচ্চ ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।
ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী।—এডউইন জুবাহিব, দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নরপ্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ফিলিপাইনে জোয়ারের স্বাভাবিক ঢেউয়ের তুলনায় ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। এ ছাড়াও ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলে প্রায় ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
আরও পড়ুনফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০১ অক্টোবর ২০২৫দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় রেডিও স্টেশন ডিজেডএমএমকে বলেন, ‘ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পেয়েছি। ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী।’
এ ভূমিকম্পের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনে গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে দেশটির সেবু দ্বীপে অন্তত ৭২ জন নিহত হন। ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটিও উপকূলের কাছেই আঘাত হেনেছিল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ম কম প র ফ ল প ইন সতর ক দশম ক উপক ল
এছাড়াও পড়ুন:
জয়সোয়াল যেখানে ব্র্যাডম্যানের পরই
সেঞ্চুরি করে হেলমেটে চুমু দেন যশস্বী জয়সোয়াল। দুই হাত এক করে বানান ভালোবাসার প্রতীকও। এটাই তাঁর চেনা উদ্যাপন। যে উদ্যাপন আজ দেখা গেল আরও একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে দারুণ এক সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেলেন নতুন এক উচ্চতায়। যেখানে তাঁর ওপরে শুধু এমন একজন, যিনি সব সময় সবার ওপরে থাকবেন এটাই নিয়ম—ডন ব্র্যাডম্যান।
জয়সোয়ালের সেই কীর্তিটা কী, সেই গল্পে পরে আসা যাক। তার আগে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কেমন কেটেছে ভারতের তা বলা যাক। প্রথম দিনেই ২ উইকেটে ৩১৮ রান করে ফেলা ভারত রান-পাহাড় গড়ার আশা করছে, এতে কোনো সন্দেহ নেই।
অথচ টস জিতে ব্যাট করতে নামার পর লোকেশ রাহুলের সঙ্গে জয়সোয়ালের উদ্বোধনী জুটিটা থেমেছিল মাত্র ৫৮ রানেই। জোমেল ওয়ারিক্যানের বলে স্টাম্পড হয়ে রাহুল ফিরে যান মাত্র ৩৮ রানে। পুরো দিনে ক্যারিবিয়ানদের স্বস্তি বলতে ওইটুকুই।
আরও পড়ুনরিংকু সিংয়ের কাছে ৫ কোটি রুপি চাঁদা দাবি দাউদ ইব্রাহিম চক্রের২২ ঘণ্টা আগেদিনের বাকি সময়টা অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকেরা দেখেছেন ব্যাট হাতে জয়সোয়াল ও সাই সুদর্শনের দাপটে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের অসহায় বানিয়ে ১৪৫ বলে সেঞ্চুরি পান জয়সোয়াল। ২৩ বছর বয়সী এই ওপেনারের টেস্ট ক্যারিয়ারের এটি সপ্তম সেঞ্চুরি।
বয়স ২৪ হওয়ার আগে আগে জয়সোয়ালের চেয়ে বেশি সেঞ্চুরি ছিল আর মাত্র তিনজনের। সেই নামগুলো পড়লেও হয়তো বোঝা যাবে জয়সোয়াল হাঁটছেন কোন পথে—ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারি সোবার্স (৯)।
জয়সোয়াল রেকর্ড গড়লেও সেঞ্চুরি পাননি সুদর্শন