‘টাইগার ৩’–তে সালমানের সহ–অভিনেতা বারিন্দর মারা গেছেন
Published: 10th, October 2025 GMT
পেশাদার বডিবিল্ডার ও অভিনেতা বারিন্দর সিং ঘুমান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বারিন্দরের বয়স হয়েছিল ৪১ বছর। খবর এনডিটিভির
বারিন্দরের ম্যানেজার যাদবিন্দর সিং জানান, গতকাল সন্ধ্যায় কাঁধে ব্যথা অনুভব করলে তিনি চিকিৎসার জন্য পাঞ্জাবের অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হার্ট অ্যাটাক হলে তাঁর মৃত্যু হয়।
বারিন্দরের ভাতিজা অমনজোত সিং ঘুমান জলন্ধরে সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালেই সন্ধ্যার দিকে হঠাৎ হার্ট অ্যাটাক হয় তাঁর।’
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ঘুমান ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন এবং ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। অভিনয়জগতে তিনি বলিউড তারা সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ (২০২৩) ছবিতে কাজ করেন। এর আগে তাঁকে দেখা গেছে ‘রোর : টাইগার অব দ্য সুন্দরবনস’ (২০১৪) ও ‘মারজাভা’ (২০১৯) ছবিতেও। ২০১২ সালে পাঞ্জাবি সিনেমা ‘কাবাড্ডি ওয়ান্স এগেইন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর।
বারিন্দর সিং ঘুমান। এক্স থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র ন দর
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। সেনারা এখন চুক্তিতে সম্মত মোতায়েনের লাইনে ফিরে গেছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর থেকে সেনারা ‘নতুন মোতায়েনের লাইন বরাবর নিজেদের অবস্থান নিতে শুরু করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের আইডিএফ সেনাদের এলাকায় মোতায়েন করা হয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি অপসারণ অব্যাহত রাখবে।”
বর্তমানে গাজা উপত্যকার ৫৩ শথাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আইডিএফ। এই অঞ্চলগুলোর বেশিরভাগই নগর অঞ্চলের বাইরে পড়ে।
গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে মিশরের শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন দিনের পরোক্ষ আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং ২৮ জনের মৃতদেহ ফেরত দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। এরপর থেকেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।
ঢাকা/শাহেদ