নেত্রকোণায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, পরিবেশ থমথমে
Published: 28th, November 2025 GMT
নেত্রকোণার আটপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত রবি মিয়া (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আবারো দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কায় আটপাড়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রুজের বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
মারা যাওয়া রবি মিয়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত চান মিয়া মাস্টারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই আমির খসরু স্বপন।
গত বুধবার রাতে ইটাখলা ও আটপাড়া মোবারকপুর গ্রামের দুই বাসিন্দার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। গুরুতর আহত রবি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে আজ শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুজের বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দুই গ্রামের সংঘর্ষে বুধবার রাতে একাধিক ব্যবসায়ীর দোকান ভাঙচুরসহ আগুন দেওয়া হয়। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আজ শুক্রবার তারা দোকান বন্ধ রেখেছেন।
নিহতের ভাই আমির খসরু স্বপন জানান, আজ ভোরে তার ভাই রবি মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি সংঘর্ষে আহত হওয়ার পর থেকে সেখানে ভর্তি ছিলেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “সংঘর্ষজনিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।”
ঢাকা/ইবাদ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ আটপ ড়
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, পরিবেশ থমথমে
নেত্রকোণার আটপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত রবি মিয়া (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আবারো দুই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কায় আটপাড়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ব্রুজের বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
যবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
মারা যাওয়া রবি মিয়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের ইটাখলা গ্রামের মৃত চান মিয়া মাস্টারের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাই আমির খসরু স্বপন।
গত বুধবার রাতে ইটাখলা ও আটপাড়া মোবারকপুর গ্রামের দুই বাসিন্দার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। গুরুতর আহত রবি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে আজ শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রুজের বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দুই গ্রামের সংঘর্ষে বুধবার রাতে একাধিক ব্যবসায়ীর দোকান ভাঙচুরসহ আগুন দেওয়া হয়। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আজ শুক্রবার তারা দোকান বন্ধ রেখেছেন।
নিহতের ভাই আমির খসরু স্বপন জানান, আজ ভোরে তার ভাই রবি মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি সংঘর্ষে আহত হওয়ার পর থেকে সেখানে ভর্তি ছিলেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “সংঘর্ষজনিত কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।”
ঢাকা/ইবাদ/মাসুদ