ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে ঘটনাটি ঘটে। কীভাবে বাসে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে সুয়াপুর-খড়ারচর সড়কের কুটিরচর এলাকার সড়কের পাশে বাস দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে যান মালিক আবুল কালাম। রাত ১২টা ১৫ মিনিটে বাসে আগুন দেখতে পান এলাকাবাসী। তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানো অবস্থায় দেখতে পান।
আরো পড়ুন:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন
‘কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার’
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, “ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা যায়, কেউ অগ্নিসংযোগ করতে পারেন।”
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল সূত্রধর বলেন, “সুয়াপুর বাজারের নতুন সেতু থেকে কিছুটা দূরে বাসটি দাঁড় করানো ছিল। রাতে বাসটিতে আগুন লাগে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে গেলে বাসটির আসন ও কাঁচ পোড়া অবস্থায় দেখা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
ঢাকা/সাব্বির/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ন
এছাড়াও পড়ুন:
মেয়েদের আইপিএল নিলামে কোটিপতি হলেন যে ১১ নারী
আইপিএল নিলাম মানেই ভাগ্যবদলের মঞ্চ। সেটা ছেলেদের হোক কিংবা মেয়েদের। গতকাল দিল্লিতে হয়ে গেল ২০২৬ মেয়েদের আইপিএলের নিলাম। এবারের নিলামে ৬৭ জন নারী ক্রিকেটার দল পেয়েছেন, যার মধ্যে ২৩ জন বিদেশি। মোট খরচ হয়েছে ৪০ কোটি ৮০ লাখ রুপি।
নিলাম শেষে কোটিপতি হয়েছেন ১১ নারী ক্রিকেটার। মানে ১১ জন নারী ক্রিকেটার ন্যূনতম ১ কোটি বা এর চেয়ে বেশি রুপিতে বিক্রি হয়েছেন। নিলামে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি খেলবেন ইউপি ওয়ারিয়র্সে। বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালস প্রথম বিড করলেও শেষ পর্যন্ত নিজের পুরোনো দলেই ফিরলেন তিনি। নিলামের ইতিহাসে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামের চুক্তি।
দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। তাঁকে নিতে ৩ কোটি রুপি খরচ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, যা তাদের মোট খরচের ৫২ শতাংশ। শিখা পান্ডেকে ২ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে ইউপি ওয়ারিয়র্স।
প্রথম আলো