খুলনায় একসঙ্গে দেড় হাজার মানুষকে দুপুরের খাবারের ‘মেহমানদারি’ করেছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে খাবারের আয়োজন করা হয়।

খুলনার বিভিন্ন প্রান্ত থেকে দাওয়াতে আসেন অসহায়, দরিদ্র ও এতিম শিশুরা। এই আয়োজনে অর্থায়ন করেছে অস্ট্রেলিয়া ট্রু ইউ ক্লাব।

আরো পড়ুন:

কুয়েটে শিক্ষার্থীকে অস্ত্রাঘাত, অপর শিক্ষার্থী বহিষ্কার

খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

রূপসা উপজেলার বাসিন্দা সুমন শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে খুলনা জেলা স্টেডিয়ামে এসেছিলেন মেহমান হয়ে দাওয়াত খেতে। তিনি বলেন, “দুপুরের মেহমানদারি অনেক ভালো হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে।”

খুলনা রেলস্টেশন বস্তি থেকে আসা আমেনা বেগম বলেন, “এই মেহমানদারি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাদের এই খাবারের অনেক স্বাদ হয়েছে।”

মারকাজুল উমুল মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল্লাহ বলেন, “মাদরাসার এতিম ও অসহায় ২১০ জন ছাত্র নিয়ে সেখানে যাই। এটা একটি মহৎ কাজ। আমাদের দেশের যারা ধনী ও বিত্তবান আছেন, তারা যদি এগিয়ে আসেন তাহলে ভালো হয়।”

ট্রু ইউ ক্লাবের ভলানটিয়ার এস এম ইমরান হাসান বলেন, “আমরা খুলনা ফুড ব্যাংকিংয়ের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম অর্গানাইজ করেছি। সবাইকে এক বেলা খাওয়াতে পেরে খুব ভালো লাগছে। খুলনা ফুড ব্যাংকিং যেহেতু প্রতিদিন খাবারের ব্যবস্থা করে, এজন্য তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে এই খাবারের আয়োজন করা হয়েছিল।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর খ লন

এছাড়াও পড়ুন:

গাব্বা টেস্টেও থাকছেন না কামিন্স, অস্ট্রেলিয়ার অপরিবর্তিত দল ঘোষণ

অ্যাশেজ সিরিজের দিবা-রাত্রির টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৪ জনের স্কোয়াড অপরিবর্তিত রাখলেও পেসার প্যাট কামিন্সকে দলে রাখা হয়নি। পার্থ টেস্টের দলে থাকা সেই ১৪ জন খেলোয়াড়কেই ধরে রেখেছেন নির্বাচকেরা। সেই স্কোয়াডের জশ ইংলিস, মাইকেল নেসার এবং বিউ ওয়েবস্টার এখনও প্রথম একাদশে সুযোগ পাননি।

কামিন্স অবশ্য বসে নেই। শুক্রবার (২৮ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তিনি দীর্ঘ অনুশীলন সেশনে অংশ নেন এবং স্ট্যান্ড-ইন অধিনায়ক স্টিভেন স্মিথকে বল করেন। তিনি এখন ব্রিসবেনে যাবেন। সেখানেও তার বোলিং পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাবেন। এরপর তার পরবর্তী বোলিং সেশন রয়েছে সোমবার। যদিও খেলার ঠিক আগে তাকে দলে যুক্ত করার ব্যাপারে নির্বাচকদের কোনো বাধা নেই। তবে মনে করা হচ্ছে তিনি অ্যাডিলেডে তৃতীয় টেস্টের জন্য প্রস্তুত হবেন। এতে তিনি আরও দুই সপ্তাহ সময় পাবেন প্রস্তুতি নেওয়ার। 

আরো পড়ুন:

জুটির হাহাকার, তাওহীদের আর্তনাদ

লিটনের কাঠগড়ায় শুরুর ব‌্যাটিং

এদিকে, পার্থ টেস্টে পিঠের ব্যথার কারণে দুই ইনিংসের কোনোটিতেই ওপেন করতে না পারা উসমান খাজাকে দলে রাখা হয়েছে। তবে, তার জায়গায় নেমে অস্ট্রেলিয়ার রান তাড়া করার সময় ট্রাভিস হেড দারুণ পারফরম্যান্স করেন। যেখানে তিনি ৮৩ বলে ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং ওপেনিংয়ে তার স্থায়ী ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

খাজা ফিট থাকলে, দলে তার জায়গা ধরে রাখার সম্ভাবনাই বেশি। তবে নির্বাচকেরা কোনো পরিবর্তনের কথা ভাবলে ইংলিস বা ওয়েবস্টারকে মিডল-অর্ডারে বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন।

কামিন্সের অনুপস্থিতির কারণে পার্থে পাঁচ উইকেট শিকার করা ব্রেণ্ডন ডগেট সম্ভবত মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সাথে নিজের জায়গা ধরে রাখবেন।

বৃহস্পতিবার ডগেট বলেন, ‘‘আমি যা নিয়ন্ত্রণ করতে পারি, তাই করব। নিজের পা সচল রাখব, বোলিং চালিয়ে যাব এবং প্রতিটি সেশন ও ম্যাচে উন্নতির চেষ্টা করব। যদি আমাকে দ্বিতীয় টেস্টে ডাকা হয়, আমি মনে করি আমি আবার প্রস্তুত।’’

তবে, নাথান লায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে। পার্থে তিনি মাত্র দুটি ওভার বল করেছেন এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ জ্যামাইকায় অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টেও তিনি খেলেননি। সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে ওয়েবস্টারকে দলে আনা হতে পারে। আবার, নেসারও ভালো ব্যাটার হওয়ায় তাকেও সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে, জশ হ্যাজলউড, যার ব্রিসবেনে খেলার কোনো সম্ভাবনা ছিল না, তিনি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হওয়ার জন্য শুক্রবার হালকা বোলিং করেছেন। সিরিজের পরের দিকে তার খেলার সুযোগ এখনো বাকি আছে। অস্ট্রেলিয়া দল রবিবার ব্রিসবেনে একত্রিত হবে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ