খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
Published: 28th, November 2025 GMT
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রেস উইংয়ের বার্তা বলা হয়, ‘প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’
গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশনা দিয়েছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
টাইব্রেকারে ঢাবির বিদায়, গণ–নর্থ সাউথ–স্টেট বিশ্ববিদ্যালয়ের জয়
ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি)। প্রতিপক্ষ ছিল প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে নির্ধারিত ৭০ মিনিটজুড়ে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমানে লড়েছে ঢাবি, গোলশূন্য থেকেছে ম্যাচ। টাইব্রেকারে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যায় ৪–৩ গোলে।
প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিল। এবার তারা শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু করল টাইব্রেকারের জয়ে। ম্যাচে দুটি ভালো সেভ করার পর টাইব্রেকারে একটি পেনাল্টি ঠেকিয়ে দলের গণ বিশ্ববিদ্যালয়ের জয়ের নায়ক গোলকিপার মো. রাহুল হোসেন, তিনিই পান ম্যাচসেরার পুরস্কার।
টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রথম আসরে খেললেও দ্বিতীয় আসরে ছিল অনুপস্থিত, বিরতি ভেঙে ফেরার ম্যাচেই মুখোমুখি হয় নবাগত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের। ম্যাচের চতুর্থ মিনিটেই নর্থ সাউথকে এগিয়ে দেন ফরোয়ার্ড শাহজালাল সিজান।
আরও পড়ুনঢাকা অঞ্চলের উদ্বোধন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিদায় করল সাবেক চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়৬ ঘণ্টা আগেতবে পরের মিনিটেই সহ–অধিনায়ক নাজমুল হাসানের গোলে সমতায় ফেরে গ্রিন ইউনিভার্সিটি। ৫৩ মিনিটে সিজানের পেনাল্টি গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ২–১ গোলে জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকল নর্থ সাউথ ইউনিভার্সিটি। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সিজান।
দিনের তৃতীয় ম্যাচে মাঠে আসেনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় খেলোয়াড়েরা হল ছাড়তে বাধ্য হন। ফলে ম্যাচে ২–০ ব্যবধানে ওয়াকওভার পায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দিনের তিনটি ম্যাচই ছিল ‘ই’ গ্রুপের।
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ওয়াকওভার পেয়ে জিতেছে স্টেট ইউনিভার্সিটি