ছবি: কবির হোসেন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মহেশখালীর গহিন পাহাড়ে বানানো হচ্ছিল আগ্নেয়াস্ত্র, আটক ১

কক্সবাজারের মহেশখালীর গহিন পাহাড়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেরুনতলী–সংলগ্ন পাহাড় থেকে এসব উদ্ধার করা হয়।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, আটক ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর। গহিন পাহাড়ের আস্তানায় দীর্ঘদিন ধরে তিনি আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছেন। অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, ৪ রাউন্ড ফাঁকা গুলি; ৪ রাউন্ড কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, ‘জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সম্পর্কিত নিবন্ধ