সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দাপ্তরিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব নাসিক ১নম্বর ওয়ার্ডের সি.আইখোলা কাঠের পুল এলাকায় মিলাদ ও দোয়া এবং খাবার বিতরণের মধ্যে দিয়ে অফিস উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের নেতা মো. জনি ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ জনির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, প্রধান বক্তা হিসাবে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক মো.

জাহাঙ্গীর হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহবায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মেহেদী হাছান সানি, মো. সাফিউল্লাহ।

মৎস্যজীবী দলের প্রতিষ্ঠার ইতিহাস  তুলে ধরে বক্তরা বলনে, “ বিএনপির প্রতিষ্ঠাতা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ২৭ নভেম্বর  প্রথমে জেলে দল প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির  চতুর্থ  জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করা হয়। ”

এ সময়ে বক্তরা আরো বলেন, “২০১২ সালে আগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নারায়ণগঞ্জে কেউ চিনতো না, কিন্তু বাংলাদেশের সকল জেলায় কমিটি ছিলো। আমরা নারায়গঞ্জে জেলায় সাবেক ছাত্রনেতাদের নিয়ে মৎস্যজীবী দলের কমিটি গঠন করি। যেখানে কমিটি দেয় ছাত্রনেতাদের প্রধান্য দিয়ে থাকি সেই ধারাবাহিকতা সিদ্ধিরগঞ্জ থানা কমিটিতেও আছে।

আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বিএনপির নেতাকর্মীরা মৎস্যজীবী দলের বিরুদ্ধে অপ-প্রচার চলাচ্ছে। আপনারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান এই মৎস্যজীবী দল বিএনপির একটি অঙ্গ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমান এই দল গঠন করে দিয়েছিলো; এই দল এখনো আছে ভবিষ্যতে থাকবে এই দলের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ”।

উক্ত আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মো. শাহিন আহমেদ, মো. সালাউদ্দিন, মো. কবির হোসেন, মো. সুমন, মো. ইয়াছিন, মো. শাকিল, মো. সোহেল, মো. গোলজার, মো.আনিস দেওয়ান মো. রফিকুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ব এনপ র দল র ন

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামের এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৬ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। 

রিয়া মনি র‍্যাংকস কারখানার বাবুর্চি ছিলেন। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। এর আগে একটি বিয়ে করেছিলেন আদিল।

আদিল হোসেন দাবি করেছেন, আজ সকালে তিনি স্ত্রীর জন্য খাবার কিনতে বাইরে যান। এর পর এক ঘণ্টা পর ফিরে এসে রুমের মধ্যে রক্তাক্ত অবস্থায় রিয়া মনির লাশ দেখতে পান। তার চিৎকার করে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানিয়েছেন, নিহতের স্বামী আদিল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
  • নবাগত  জেলা প্রশাসকের সাথে মহানগর এলডিপির নেতৃবৃন্দের সাক্ষাৎ 
  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত 
  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক