মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
Published: 12th, October 2025 GMT
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। রায় ঘোষণার সময় আসামিরা কারাগারে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই: ৪ আসামি গ্রেপ্তার
দৌলতপুরে সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার যাবজ্জীবন কারাদণ্ডের তথ্য জানান। তিনি আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেন।
মামলার বাদী আরিফ হোসেন বলেন, ‘‘ওরা আমার বাবাকে কুপিয়ে খুন করেছেন। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন। আমি ওদের ফাঁসি চাই।’’
দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে ও অপর দণ্ডপ্রাপ্ত আইয়ুব একই গ্রামের বাসিন্দা।
নিহত মজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে উপজেলার ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়ির অদূরে তার পথরোধ করে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হামলার পরের দিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
ঢাকা/রতন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য উপজ ল
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার জসীম উদ্দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার দেশের সব জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে।
লটারির মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য এ সকল কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। সেই মোতাবেক নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসীম উদ্দিনকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
মর্জিনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
কাউখালীতে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে নিহত ১,আহত ৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা পর্যায়ের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপিদের চূড়ান্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী খুব শিগগিরই তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।
ঢাকা/কাঞ্চন/বকুল