খেলোয়াড়দের প্রেমের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে যা বললেন পিয়া
Published: 13th, October 2025 GMT
মডেলিং থেকে অভিনয়, সঞ্চালনা—সব জায়গাতেই নিজেকে প্রমাণ করেছেন পিয়া জান্নাতুল। ক্রিকেট মাঠে তার নজরকাড়া সঞ্চালনা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। যদিও এখন আর ক্রিকেট মাঠে তাকে দেখা যায় না। তবে পেশাগত কাজে মাঠে গিয়ে প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন পিয়া জান্নাতুল। এ আলাপচারিতায় পেশাগত আলাপের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
আলাপচারিতার এক পর্যায়ে সঞ্চালক জানতে চান, আপনি কোন কোন পেশার মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন? এ প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যান পিয়া। এরপর সঞ্চালক বলেন, “আমি কয়েকটি অপশন দিচ্ছি, আপনি শুধু ‘ইয়েস’ অথবা ‘নো’ বলবেন। এক.
এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “হ্যাঁ। বাংলাদেশের সব মেয়ে পেয়েছে। আমি শিওর। বেশিরভাগ।” বিস্ময় প্রকাশ করে সঞ্চালক বলেন, “বাংলাদেশের খেলোয়াড়রাও প্রপোজ করেন! এ কথা শুনেই পিয়া জান্নাতুল বলেন, “ইয়াং ছেলে, মেয়ে দেখলে, সিঙ্গেল থাকলে প্রপোজ করতেই পারে। এটা স্বাভাবিক। বিদেশি খেলোয়াড়রাও করেন।” তবে কোন খেলোয়াড় পিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।
ছোটবেলায় এমন কোনো নায়ক ছিল, যাকে খুব পছন্দ করতেন, বিয়েও করতে চাইতেন? এ প্রশ্নের জবাবে পিয়া জান্নাতুল বলেন, “সালমান শাহ। আমি ফারুককে বলেছি, ‘তোমার সঙ্গে যদি আমার প্রেমটেম না থাকত, তোমাকে যদি বিয়ে না করতাম, আর সালমান শাহ যদি সিঙ্গেল থাকতেন তবে নির্ঘাত আমি প্রস্তাব দিতাম।”
আপনার জীবনে কতবার প্রেম এসেছে? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “প্রেম জীবনে বহুবার এসেছে।” দশবার বা বিশবার? পাল্টা এ প্রশ্নের উত্তরে পিয়া জান্নাতুল বলেন, “না, সিরিয়াস প্রেম জীবনে দুইবার করেছি।” যদিও দুই প্রেমিকের নাম-পরিচয় জানাননি পিয়া।
ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।
পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। ২০২২ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এই অভিনেত্রী।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প র ম র প রস ত ব জ ন ন ত ল বল ন
এছাড়াও পড়ুন:
প্রবীণ সাংবাদিকদের ভাতা দেবে সরকার
প্রবীণ সাংবাদিকদের ভাতা দেবে সরকার। ৬৫ বছরের বেশি বয়সি সাংবাদিকদের প্রতিমাসে ১০ হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে। এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “নীতিমালাটি চূড়ান্ত করা হয়েছে। এখন উপদেষ্টা অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হবে। এরপর এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছ্বল প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীতিমালার খসড়াটি নিয়ে এসেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। খসড়ায় সম্মানী ১৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। তবে মন্ত্রণালয় কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করে। শেষ পর্যন্ত সেটিই বহাল থাকে।
প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের এ ভাতার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে এর পরিধি ও ভাতার পরিমাণ বাড়ানো হবে।
নীতিমালা অনুযায়ী, এ সম্মানী পেতে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ৬৫ বছরের বেশি বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন।
ঢাকা/নঈমুদ্দীন/এস