বিশ্বেসেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোরে আজ রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে পাকিস্তানের প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ৬২ ও সালমান আলী আগা ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তারা দুজন আগামীকাল সোমবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় পাকিস্তান। কাগিসু রাবাদার বলে এলবিডব্লিউ হন আব্দুল্লাহ শফিক। ৩ বল খেলে ২ রান করেন তিনি। সেখান থেকে জুটি বাঁধেন ইমাম-উল-হক ও শান মাসুদ। তারা দুজন দ্বিতীয় উইকেটে ১৬১ রান তোলেন। দলীয় ১৬৩ রানের মাথায় প্রেনেলান সুব্রায়েনের বলে এলবিডব্লিউ হন শান। ৯টি চার ও ১ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে যান অধিনায়ক।

আরো পড়ুন:

জয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

দলগত দারুণ নৈপূণ্যে এক ম্যাচ আগেই সিরিজ পাকিস্তানের

এরপর ইমাম-উল ও বাবর আজম হাল ধরেন ইনিংসের। কিন্তু ১৯৯ রানের মাথায় গিয়ে ধাক্কা খায় পাকিস্তান। এ সময় একই রানে দুজনেই আউট হওয়ার পাশাপাশি সৌদ শাকিলও আউট হন। প্রথমে সেনুরান মুথুসামির বলে আউট হন ইমাম-উল। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর পরের বলেই নতুন ব্যাটসম্যান শাকিল ফিরেন গোল্ডেন ডাক মেরে। তারপর একই রানে সিমন হারমারের বলে এলবিডব্লিউ হন বাবর। ৪ চারে ২৩ রান আসে তার ব্যাট থেকে।

সেখান থেকে রিজওয়ান ও সালমান মিলে দিন শেষ করে আসেন ৩১৩ রান তুলে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

জয়সওয়ালের আক্ষেপের দিনে গিল কীর্তিতে ভারতের রান পাহাড়

যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। কিন্তু শনিবারের দিনটা নিশ্চিতভাবেই তিনি ভুলে যেতে চাইবে ন৷ ১৭৫ রানে তাকে রান আউট হতে হবে তা হয়তো কল্পনাও করেননি। সতীর্থ গিল তার ডাকে সাড়া না দেওয়ায় রান আউট হতে হয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার দ্বিতীয় দিনে ভারতের অধিনায়ক গিল অবশ্য সেঞ্চুরি পেয়েছেন৷ তাতে দিল্লিতে রানের পাহাড় ছুঁয়েছে ভারত। ৫ উইকেটে তাদের রান ৫১৮। তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৪০ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ এখনো তারা ৩৭৮ রানে পিছিয়ে।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

এবার বোলার মোসাদ্দেক জেতালেন ঢাকাকে 

২০ রানে দিন শুরু করে অনায়েস ব্যাটিংয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন গিল। আর তাতে অন্যরকম এক রেকর্ডও করেছেন। ভারতের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিকা ৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড করেছেন। যেই রেকর্ডের একমাত্র মালিক আগে ছিলেন বিরাট কোহলি।  ২০১৭ ও ২০১৮ পরপর দুই বছর কোহলির ৫টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল এই বছর ৫টি সেঞ্চুরি করলেন অধিনায়ক হিসেবে। সব মিলিয়ে তার সেঞ্চুরি ১০টি।গিল ১২৯ ও আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জুরেল ৪৪ রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। নিজের দ্বিতীয় বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। এরপর তেজনারাইন চান্দারপল ও আলিক আথানেজ প্রতিরোধ গড়েন। এই জুটিও ভাঙেন জাদেজা।  ১ ছক্কা ও ৪টি চারে ৩৪ রান করা চান্দারপলকে ফিরিয়ে দেন। এরপর দ্রুত ফেরেন ১ ছক্কা ও ৫ চারে ৪১ রান করা আথানেজ। রোস্টন চেইসের টিকতে দেননি জাদেজা।
দিনের বাকি সময়ে পার করেন ইমলাচ ও শেই হোপ। ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে করেন তারা। ৫ চারে ৩১ রান করেন হোপ। ২ চারে ১৪ রান ইমলাচ।

ঢাকা/ ইয়াসিন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • কবরের জায়গা নিয়ে বিরোধ, প্রবাসী বাবার ইচ্ছা পূরণ হলো না শিশুর দাফনে
  • ওজন ৪০ কেজিতে নামালেন কে–পপ তারকা, এরপর কী ঘটল
  • রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী বিসিবি
  • জয়সওয়ালের আক্ষেপের দিনে গিল কীর্তিতে ভারতের রান পাহাড়
  • বাড়ি ফিরতে শুরু করেছেন গাজার বাসিন্দারা
  • যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ঘোষণা ইসরায়েলের
  • তৃষার বিয়ে?
  • স্বামীর সঙ্গে কী নিয়ে ঝগড়া হয় মিমের?
  • প্রবীণ সাংবাদিকদের ভাতা দে‌বে সরকার