কর্মব্যস্ত পিএসসি, আসছে ৪৯তম বিশেষ বিসিএসের ফল
Published: 13th, October 2025 GMT
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আগারগাঁও কার্যালয়ে এখন কর্মব্যস্ত পরিবেশ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন দপ্তরে চলছে ফাইল দেখা, পরীক্ষার উত্তরপত্র যাচাই, ফল প্রকাশের প্রস্তুতি আর প্রার্থীদের তথ্য যাচাইয়ের ব্যস্ততা। কমিশনের কর্মকর্তারা বলছেন, এখন তাঁদের হাতে একসঙ্গে চলছে চারটি বিসিএস পরীক্ষা ও একটি অভ্যন্তরীণ নিয়োগ পরীক্ষা ফল প্রস্তুতির কার্যক্রম। কর্মব্যস্ততার মধ্যেই এগোচ্ছে ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের কার্যক্রম।
পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫-এর ফল প্রকাশের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত ২১ জুলাই। এর এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পিএসসি জানিয়েছে, ফল প্রকাশের সব কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, যদি প্রশাসনিক কোনো জটিলতা না হয়, তবে এই সপ্তাহেই ফল প্রকাশ করা সম্ভব হবে; না হলে পরের সপ্তাহে ফল নিশ্চিতভাবে প্রকাশ করা হবে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন একসঙ্গে একাধিক বিসিএসের ফল প্রস্তুতের কাজ করছি। এর মধ্যেই ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চেষ্টা করছি দ্রুততম সময়ে ফল প্রকাশ করতে।’
৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫ মূলত শিক্ষা ক্যাডারের শূন্য পদ পূরণের জন্য আয়োজন করা হয়েছে। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসের মাধ্যমে। আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী—অর্থাৎ প্রতি পদের বিপরীতে আবেদন করেছেন গড়ে ৪৫৬ জন। এটি পিএসসির ইতিহাসে সবচেয়ে প্রতিযোগিতামূলক শিক্ষা ক্যাডার নিয়োগ পরীক্ষাগুলোর একটি বলে মনে করছেন কর্মকর্তারা।
সরকারি কলেজের এক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক–সংকট রয়েছে। উচ্চশিক্ষা ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ দ্রুত শেষ করা প্রয়োজন। শিক্ষক–সংকটের কারণে সরকারি কলেজগুলোয় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুনদৈনিক ১২ ঘণ্টা, সপ্তাহে ছয় দিন কাজের দিকেই কি যাচ্ছে যুক্তরাজ্য৮ ঘণ্টা আগেএকসঙ্গে চারটি বিসিএসের কাজ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রস্তুতের পাশাপাশি কমিশন এখন ব্যস্ত আরও তিনটি সাধারণ বিসিএসের কার্যক্রমে। এর মধ্যে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। পিএসসি জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২ হাজার ৩০৯ জনকে এবং নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন চলছে উত্তরপত্র মূল্যায়নের কাজ। কমিশন সূত্রে জানা গেছে, মূল্যায়ন শেষ হলেই মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। এখন চলছে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ। কমিশন জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ১১ অক্টোবর ২০২৫এক বছরে একটি বিসিএসের লক্ষ্যপিএসসি গত বছর থেকে এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, এটি বাস্তবায়ন করা সহজ নয়, তবে গত এক বছরে সেই পরিকল্পনা অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। এখন থেকে প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ১৩ দিনের মধ্যে প্রকাশ করে পিএসসি । কর্মকর্তারা বলছেন, এই ধারাবাহিকতা বজায় রাখতেই তাঁরা এখন নির্ধারিত সময়সূচির মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছেন।
৪৯তম বিশেষ বিসিএস ঘিরে তরুণদের মধ্যে উৎসাহ এখন চোখে পড়ার মতো। বিশেষ করে শিক্ষা ক্যাডারে যোগ দেওয়ার স্বপ্নে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কাছে এটি একটি বিশেষ সুযোগ।
আরও পড়ুনএইচএসসি–২০২৫ পরীক্ষার ফল অনলাইনে, শিক্ষার্থীরা পাবেন যেভাবে ১ ঘণ্টা আগেআরও পড়ুনধান গবেষণা ইনস্টিটিউটে ১০ম–সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৪৯০৭ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল খ ত পর ক ষ কর মকর ত র পর ক ষ র প রস ত ত শ ষ কর প এসস এখন চ
এছাড়াও পড়ুন:
চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘আইটিডি ২০২৫’ আয়োজন করছে গ্রিন ইউনিভার্সিটি
জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের আমেরিকান সিটিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষাবিদ, শিল্প খাত ও নীতিনির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনটির এ বছরের প্রতিপাদ্য, ‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়।’ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়িক বিশেষজ্ঞরা একত্র হবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের গবেষণা, ভাবনা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবেন এবং সম্ভাবনা তুলে ধরবেন।
আয়োজকেরা জানান, এবারের আইটিডি সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্য থেকে ১১৩টি নির্বাচন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ শরিফ উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ, সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান এবং গ্রিন বিজনেস স্কুলের শিক্ষক, জনসংযোগ ও গণমাধ্যম কমিটির সদস্যসচিব মাশরুর মুশতাক।
উপাচার্য মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা ও ব্যবহারিক জ্ঞানের সঙ্গে পরিচিত করাতে চাই, যা তাদের জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে অর্থবহ অবদান রাখতে প্রস্তুত করবে।’
চতুর্থ আইটিডি সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ জানান, বাংলাদেশের নতুন প্রজন্মের গবেষক ও শিক্ষার্থীদের জন্য নিজেদের গবেষণা তুলে ধরার এক দারুণ সুযোগ হিসেবে কাজ করবে আয়োজনটি।
দুই দিনের সম্মেলনে গবেষকদের গবেষণাপত্রগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি বাছাইকৃত গবেষণাপত্রে টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, ডিজিটাল রূপান্তর, পরিবেশ আইন, এআই নৈতিকতা, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়গুলোতে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণাপ্রবন্ধগুলোকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে, যা আইটিডি সম্মেলনের শ্রেষ্ঠ গবেষণায় স্বীকৃতি দেওয়ার ঐতিহ্য অব্যাহত রাখারই অভিপ্রায়। আইটিডি ২০২৫ সম্মেলনটিতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ দেওয়ার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তি