বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আবাসিক হলে অস্ত্র রাখার দায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের আপিল পর্যালোচনার জন্য কমিটি হয়েছে। কমিটির সদস্য পাঁচজন।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনবহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা, আপিল করার পরামর্শ কর্তৃপক্ষের০৫ অক্টোবর ২০২৫

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সহ-উপাচার্য মো.

সাজেদুল করিমকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ সেলিম, আবদুল কাইয়ুম চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মোহাম্মদ এছাক মিয়া ও প্রক্টর মো. মোখলেসুর রহমান।

রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির জানান, শাস্তি পাওয়া শিক্ষার্থীরা ৩১ অক্টোবরের মধ্যে আপিল করতে পারবেন। কেবল ওই সময়ের মধ্যে যাঁরা আপিল করবেন, তাঁদের বিষয়টি পর্যালোচনা করবে রিভিউ কমিটি।

গত ২৫ সেপ্টেম্বর সিন্ডিকেটের ২৩৭তম সভায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকজন নিরপরাধ শিক্ষার্থী আছেন বলে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংশ্লিষ্টদের আপিল করার পরামর্শ দেন।

আরও পড়ুনশাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১৯ নেতা-কর্মী আজীবন ও ১৫ জন সাময়িক বহিষ্কার২৮ সেপ্টেম্বর ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

৬৫ রানে শেষ ৫ উইকেট নেই পাকিস্তানের, স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকাও

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ১১০.৪ ওভারে ৩৭৮ (ইমাম ৯৩, সালমান ৯৩, মাসুদ ৭৬; মুতুসামি ৬/১১৭, সুব্রায়েন ২/৭৮)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৭ ওভারে ২১৬/৬ (ডি জর্জি ৮১*, মুল্ডার ১৭, মুতুসামি ৬*; নোমান ৪/৮৫, সাজিদ ১/৭৩)
দ্বিতীয় দিন শেষে।

লাহোর টেস্টে আজ দ্বিতীয় দিন সকালের সেশনটা ভালো কাটেনি পাকিস্তানের। ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান আর ৬৫ রান যোগ করেই প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট। এরপর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২১৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

৪ উইকেট হাতে রেখে পাকিস্তানের চেয়ে ১৬২ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন টনি ডি জর্জি (৮১*) ও সেনরুয়ান মুতুসামি (৬*)। পাকিস্তানের স্পিনাররা আজ সবগুলো উইকেট নেন। ৮৫ রানে ৪ উইকেট বাঁহাতি স্পিনার নোমান আলীর। একটি করে উইকেট সাজিদ খান ও সালমান আগার।

দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা এর চেয়ে ভালো অবস্থানে থাকতে পারত। কিন্তু ইনিংসের মাঝপথে ১৩ ওভারের মধ্যে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ৫০.১ ওভারে দলীয় ১৭৪ রানে ওপেনার রায়ান রিকেলটন (৭১) আউট হওয়ার মধ্য দিয়ে ধসের শুরু।

৪ উইকেট নেন পাকিস্তানি স্পিনার নোমান

সম্পর্কিত নিবন্ধ