মানুষ যখন গিরগিটির মতো রং বদলায়, তখন সত্য ও মিথ্যার সীমারেখা মুছে যায়—এই ভাবনাকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিরিজটি ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ।
২০১৯ সালে মেরিল–প্রথম আলোর প্রকল্প ‘ফেম ফ্যাক্টরি’ আয়োজিত ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় সেরা তিন নির্মাতার একজন হয়েছিলেন লস্কর নিয়াজ মাহমুদ। সে সময় তিনি নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যদি জানতে, যার তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা আশফাক নিপুন।

আ স ম রাহাত মেহেদি হকের গল্প থেকে গিরগিটির চিত্রনাট্য করেছেন জ্যোতির্ময় রায়। অভিনয়ে আছেন আশীষ খন্দকার, ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা ও মিলন ভট্টাচার্য।

ইরফান সাজ্জাদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ রগ ট

এছাড়াও পড়ুন:

শিল্পবর্জ্যে সাগর-নদীদূষণ, হুমকিতে জীববৈচিত্র্য

২ / ৯নির্বিচার খালে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য

সম্পর্কিত নিবন্ধ