বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে  বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বিভিন্ন অপর্কমের হোতা রমজান (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ নেতা রমজান বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

ধৃতকে  শনিবার  (১৮ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার  (১৭ অক্টোবর) রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ বাগবাড়িস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা ও মামলার  তথ্যসূত্রে জানা গেছে, মামলার বাদী মাওলানা মোঃ হাছান মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। গত ১৮ জুলাই বিকেল ৩টায় মামলার বাদী বন্দর বাসস্ট্যান্ড হইতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পথে শাহীমসজিদ পল্লী বিদ্যুৎত অফিসের মোড়ে  বন্দর থানা  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের  দোসররা মাওলানা হাছান মাহমুদকে হত্যা উদ্দেশ্য অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হাছান মাহমুদের উপর সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততা থাকার অপরাধে যুবলীগ নেতা রমজানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ শাসন আমলে ধৃত যুবলীগ নেতা রমজানের বিরুদ্ধে  জমি দখল, জমি দালালি, অবৈধ গ্যাস সংযোগের গুরুত্বর অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এ যুবলীগ নেতা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম মাধ্যমে রাতা রাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বল গ ন র য়ণগঞ জ য বল গ ন ত রমজ ন

এছাড়াও পড়ুন:

বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়ে কৃষকের প্রকৃত মুক্তি আনবে

দুঃশাসন হটিয়ে বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়েই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তুলে কৃষকের প্রকৃত মুক্তি আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।

আজ শনিবার রাজধানীর মুক্তিভবনে কৃষকের তেভাগা আন্দোলন ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় সিপিবি নেতারা এই মন্তব্য করেন।

সভায় নেতারা বলেন, তেভাগা আন্দোলন মূলত শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষকদের তেভাগা কায়েম হলেও মুক্তি মেলেনি। তেভাগা আন্দোলনের সময়কালে লড়াইটা ছিল জমিদার ও জোতদারের বিরুদ্ধে। এখন কৃষকের লড়াই বহুমাত্রিক। পুঁজিবাদী সমাজ কাঠামোয় পূঁজির মালিক, কৃষি উপকরণের উৎপাদক বহুজাতিক কোম্পানি, বাজার সিন্ডিকেটের একচেটিয়া বাণিজ্য কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে।

ইলা মিত্রের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।

আলোচনা সভায় বক্তরা

সম্পর্কিত নিবন্ধ