‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন আলী ইমাম
Published: 25th, November 2025 GMT
দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ ও ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’ উদ্বোধন করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর ভূমি ভবনের সেমিনার হলে এ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা বলেন, ভূমি দেশের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ এবং নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। তাই ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
উপদেষ্টা বলেন, নতুন অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.
তিনি আরো বলেন, “যন্ত্র কাজ করবে, কিন্তু যন্ত্রের পেছনের মানুষের মানসিকতাই সবচেয়ে জরুরি। সেই মানসিকতার উন্নয়নই প্রকৃত অর্থে জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করবে।”
উপদেষ্টা জানান, সারা দেশে ভূমিসেবা সিস্টেমে শতভাগ খতিয়ান ও হোল্ডিং এন্ট্রি এবং ভুল সংশোধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ কার্যক্রম ইউএনডিপির সহায়তায় শুরু হয়েছে এবং বর্তমানে আটটি জেলায় পাইলটিং প্রায় শেষ পর্যায়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভূমি অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। তিনি সফটওয়্যারগুলো তৈরি করার সময় ব্যবহারকারীর সুবিধা, ডেটা সুরক্ষা এবং সার্ভারের নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তার মতে, দেশের ভূমি ব্যবস্থাপনা ধীরে ধীরে কাগজবিহীন (পেপারলেস) সিস্টেমে পরিণত হওয়া উচিত।
এ দিন মাঠ পর্যায়ে ভূমি সেবায় বিশেষ অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো, সহকারী কমিশনার (ভূমি), রেভিনিউ ডেপুটি কালেক্টর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসক এবং দুইজন বিভাগীয় কমিশনারকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জেড. এম. সালাহউদ্দিন নাগরী এবং ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজর ড্রাগান পোপোভিচ।
ঢাকা/এএএম/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো পাঁচ জন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইমদাদুল শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চুন্নু শেখের সাথে একই গ্রামের নূর শিকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ ঘটনার জের ধরে সোমবার রাত সাড়ে ৭টার দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চেয়ারম্যানের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনা স্থলেই ইমদাদুল শেখ নামে এক যুবক নিহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বলেন, “নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/শরিফুল/এস