রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং রাকসুর সম্মিলিত অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে খাবার মনিটরিং করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, চারুকলা অনুষদ চত্বর এবং ক্যাম্পাসের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

৬ ঘণ্টা রেলপথ অবরোধে রাখেন রাবি শিক্ষার্থীরা

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি

অস্বাস্থ্যকর তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে পাঁচটি দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে সিলসিলা হোটেলকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা, আলমগীর হোটেলকে ৫ হাজার টাকা, শফিকুল হোটেলকে ৩ হাজার টাকা এবং আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে ইলাহি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধিরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রাকসুর সদস্যরা।

ফজলে ইলাহি বলেন, “বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও কৃষি অনুষদ, সিলসিলা এলাকা ও পরিবহন চত্বরে বাজার মনিটরিং করা হয়েছে। যেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেছে, তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আর এমন ভুল করবেন না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সামনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান ভোক্তার অধিকারের এই কর্মকর্তা।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতেই আজকের অভিযান চালানো হয়েছে। এর আগে আমরা দোকানগুলোকে সতর্ক করেছিলাম। নিয়ম ভঙ্গ করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে তারা সতর্ক না হলে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/রাসেল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেসি-রোনালদো: গোল, অ্যাসিস্ট, হ্যাটট্রিকে কে কোথায় এগিয়ে

একজনের বয়স ৩৮, অন্যজনের ৪০। দুজনের কাউকে দেখেই অবশ্য মনে হয় না, তাঁদের এত বয়স হয়ে গেছে। আর মাঠের পারফরম্যান্স দেখে তো এ রকম কিছু মনে হওয়ার কোনো কারণই নেই। বলা হচ্ছে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তির কথা—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো!

এই দেখুন না, গত রাত আর আজ ভোরেও মাঠে নেমে দুজনের কী দাপট! সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আল খালিজের বিপক্ষে ম্যাচের যোগ হওয়া সময়ে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছেন রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা পর্তুগিজ তারকার এ নিয়ে ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৯৫৪টি।

লিওনেল মেসি। ইন্টার মায়ামির ম্যাচে আজ তিনটি গোল করিয়েছেন মেসি

সম্পর্কিত নিবন্ধ